ফরিদপুরের নগরকান্দা পৌরসভার নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন পর্যন্ত মেয়র পদে প্রতিদন্ধীতার জন্য ৯ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। এছাড়াও ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৮ জন ও ৩টি সংরক্ষিত মহিলা কাউন্সিল পদে ১৩ জন তাদের মনোনয়ন পত্র দাখিল করেন। রবিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে রির্টানিং অফিসারের কার্যালয়ে জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার মোহাম্মাদ হাবিবুর রহমানের নিকট জমা দেন। সকালে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী নিমাই চন্দ্র সরকার মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তার সঙ্গে ছিলেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী, উপনেতার ব্যক্তিগত সহকারী সচীব শফিউদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া।
বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনিত আলিমুজ্জামান সেলু মিয়া তার মনোনয়নপত্র দাখিল করেছেন। এসময় সাথে ছিলেন যুবদলের কেন্দ্রীয় নেতা হাফিজুর রহমান শরীফ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, উপজেলা কৃষকদলের সভাপতি রফিকুল ইসলাম জাজরিস। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী ৭ জন তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এরা হলেন কামরুজ্জামান মিঠু, জাহিদুর রহমান সুইট, আরিফ আহম্মদ বিপ্লব, হাবিবুর রহমান পান্নু, মাসুদুর রহমান, দেলোয়ার হোসেন দুলু, মনিরুজ্জামান তুহিন।