ফরিদপুরের নগরকান্দা পৌরসভা নির্বাচন কে সামনে রেখে ধানের শীষের পক্ষে পৌরসভার প্রতিটি ওয়ার্ডের ভোটারদের কাছে ভোট ও দোয়া কামনা করছেন নগরকান্দা উপজেলার যুবদল নেতা কর্মীরা। যুবদলের কর্মীরা দিনরাত ভোটারদের বাড়ী বাড়ী ঘুরে, উঠান বৈঠক করে, ভোটারদের দোয়া ও ভোট কামনা করছে। দলীয় প্রার্থী উপজেলা যুবদলের সভাপতি আলীমুজ্জামান সেলুকে বিজয়ী করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মেয়র উপহার দেবে বলে নেতৃবৃন্দরা জানিয়েছেন।
ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান শরীফের নেতৃত্বে চালিয়ে যাচ্ছে এই সব কার্যক্রম। হাফিজুর রহমান শরীফ বলেন, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর দিক নির্দেশনায় আমরা কাজ চালিয়ে যাচ্ছি। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপুর্ন হলে ধানের শীষ বিপুল ভোটে জয়লাভ করবে ইনশাআল্লাহ। এ সময় উপজেলা যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।