ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
ভারতীয় সীমান্তে বিজিবির উচ্চ সর্তকতা জারি নিউজিল্যান্ডে বাংলাদেশের নতুন একটি হাইকমিশন স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ বারবার ব্যাংক ঋণে সুদহার বৃদ্ধিতে চরম সংকটে পড়েছে বেসরকারি খাতের উদ্যোক্তারা নভেম্বরে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১৩. ৮০ শতাংশ মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতমূলক পরিবেশের কারণ মার্কিন যুক্তরাষ্ট্র: পুতিন শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচার না করতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন আদালত আজ ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশি রোগী বয়কট না করার সিদ্ধান্ত ভারতের চিকিৎসকদের ক্ষমতায় আসার মাত্র তিন মাসের মধ্যেই ক্ষমতাচ্যুত হচ্ছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে গাজা উপত্যকার ‘সেফ জোন’ লক্ষ্য করে আবারও বোমা হামলা চালিয়েছে ইসরায়েল, ‘পুড়ে ছাই’ নারী-শিশুসহ ২০ জন

নতুন উপদেষ্টা হচ্ছেন ডা. সায়েদুর, শেখ বশির, ফারুকী ও মাহফুজ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের আকার বৃদ্ধি পাচ্ছে। এবার নতুন করে আরো পাঁচজন যুক্ত হচ্ছেন। এর মধ্যে চারজনের নাম জানা গেছে। তারা হলেন-অধ্যাপক মো. সায়েদুর রহমান, ব্যবসায়ী শেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে শপথ গ্রহণ করবেন তারা। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পড়াবেন। সেজন্য ইতোমধ্যে এই চারজনের আমন্ত্রণ পাওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।

গত ২৭ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক মো. সায়েদুর রহমান। এবার সেখান থেকে তাকে উপদেষ্টা পরিষদে নেয়া হচ্ছে। বিএসএমএমইউর ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক তিনি।

দেশের শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী আকিজ–বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন। শেখ আকিজ উদ্দিনের সন্তান তিনি।

মোস্তফা সরয়ার ফারুকী খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা। কয়েক দশক ধরে চলচ্চিত্র, নাটক নির্মাণ করে পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি।

এছাড়া পুলিশের সাবেক মহাপরিদর্শক খোদা বক্স চৌধুরী প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে অন্তর্বর্তী সরকারে যোগ দিচ্ছেন। এক সূত্র এই তথ্য জানিয়েছে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। পরে ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। তার নেতৃত্বাধীন সরকারে এরই মধ্যে ২০ জন উপদেষ্টা যুক্ত হয়েছেন। প্রথম দফায় ১৬ জন এবং দ্বিতীয় দফায় আরো ৪ জন নিয়ে সরকার পরিচালিত হচ্ছে।

সবমিলিয়ে প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারের সদস্য সংখ্যা এখন ২১। তবে সরকারের কার্যক্রমে গতিশীলতা আনতে উপদেষ্টা পরিষদে আরো সদস্য নিয়োগের পরামর্শ আসছিল বিভিন্ন মহল থেকে। শেষমেষ সেটাই হতে যাচ্ছে।

Tag :
জনপ্রিয়

ভারতীয় সীমান্তে বিজিবির উচ্চ সর্তকতা জারি

নতুন উপদেষ্টা হচ্ছেন ডা. সায়েদুর, শেখ বশির, ফারুকী ও মাহফুজ

Update Time : ১২:১৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের আকার বৃদ্ধি পাচ্ছে। এবার নতুন করে আরো পাঁচজন যুক্ত হচ্ছেন। এর মধ্যে চারজনের নাম জানা গেছে। তারা হলেন-অধ্যাপক মো. সায়েদুর রহমান, ব্যবসায়ী শেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে শপথ গ্রহণ করবেন তারা। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পড়াবেন। সেজন্য ইতোমধ্যে এই চারজনের আমন্ত্রণ পাওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।

গত ২৭ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক মো. সায়েদুর রহমান। এবার সেখান থেকে তাকে উপদেষ্টা পরিষদে নেয়া হচ্ছে। বিএসএমএমইউর ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক তিনি।

দেশের শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী আকিজ–বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন। শেখ আকিজ উদ্দিনের সন্তান তিনি।

মোস্তফা সরয়ার ফারুকী খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা। কয়েক দশক ধরে চলচ্চিত্র, নাটক নির্মাণ করে পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি।

এছাড়া পুলিশের সাবেক মহাপরিদর্শক খোদা বক্স চৌধুরী প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে অন্তর্বর্তী সরকারে যোগ দিচ্ছেন। এক সূত্র এই তথ্য জানিয়েছে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। পরে ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। তার নেতৃত্বাধীন সরকারে এরই মধ্যে ২০ জন উপদেষ্টা যুক্ত হয়েছেন। প্রথম দফায় ১৬ জন এবং দ্বিতীয় দফায় আরো ৪ জন নিয়ে সরকার পরিচালিত হচ্ছে।

সবমিলিয়ে প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারের সদস্য সংখ্যা এখন ২১। তবে সরকারের কার্যক্রমে গতিশীলতা আনতে উপদেষ্টা পরিষদে আরো সদস্য নিয়োগের পরামর্শ আসছিল বিভিন্ন মহল থেকে। শেষমেষ সেটাই হতে যাচ্ছে।