দেশে গত ২৪ ঘন্টায় করোনা টিকা নিয়েছেন ২ লাখ ২৬ হাজার ৯০২ জন। এ নিয়ে টিকাদান কর্মসূচির নবমদিন পর্যন্ত মোট টিকা নিয়েছেন ১৩ লাখ ৫৯ হাজার ৬১৩ জন। এরমধ্যে পুরুষ ৯ লাখ ২৩ হাজার ৫১৬ জন এবং নারী চার লাখ ৩৬ হাজার ৯৭ জন।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর টিকাদান বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, মঙ্গলবার ঢাকা বিভাগে টিকা নিয়েছেন ৭২ হাজার ৭৩৯ জন, ময়মনসিংহ বিভাগে ৯ হাজার ৮৭২ জন, চট্টগ্রাম বিভাগে ৪৯ হাজার জন, রাজশাহী বিভাগে ২৪ হাজার ৯২০ জন, রংপুর বিভাগে ২০ হাজার ৮১১ জন, খুলনা বিভাগে ২৫ হাজার ২৬ জন, বরিশাল বিভাগে ১২ হাজার ১৩৬ জন, আর সিলেট বিভাগে টিকা নিয়েছেন ১২ হাজার ৩৯৮ জন।
এর আগে প্রথম দিন ৩১ হাজার ১৬০ জন, দ্বিতীয় দিন ৪৬ হাজার ৫০৯ জন, তৃতীয় দিন ১ লাখ ১ হাজার ৮২ জন,
চতুর্থ দিন ১ লাখ ৫৮ হাজার ৪৫১ জন, পঞ্চম দিন ২ লাখ ৪ হাজার জন, ষষ্ঠ দিন ১ লাখ ৯৪ হাজার ৩৭১ জন, সপ্তম দিন ১ লাখ ৬৯ হাজার ৩৫৩ জন, অষ্টম দিন ২ লাখ ২৬ হাজার ৬৭৮ জন টিকা নিয়েছেন।