নরসিংদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিল কর্মসূচিতে বাধা দিয়েছেন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। নেতাকর্মীদের লাঠির আঘাত ও কিল ঘুষিতে শিক্ষার্থী এবং অভিভাবকসহ ১০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এসময় জেলা পুলিশসহ আওয়ামী লীগ ও মহিলা আওয়ামী লীগের কিছু সংখ্যক নেতাকর্মীকে সেখানে উপস্থিত দেখা যায়।
শুক্রবার (২ আগস্ট) বিকেল ৩টার দিকে নরসিংদী প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ডিবি পুলিশ, থানা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, দুপুরের আগে থেকে ছাত্রলীগ নেতাকর্মীরা নরসিংদী উপজেলা মোড় এলাকায় লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন। পরে বিকেল পৌনে ৩টার দিকে বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা একটি মিছিল নিয়ে উপজেলা মোড় এলাকায় প্রবেশ করলে প্রথমেই পুলিশ তাদের বাধা দেয়।
পরে সেখানে একে একে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের বাধা দিতে গেলে তাদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। পরে বিকেল সাড়ে ৩টার দিকে আন্দোলনকারীরা অনেকেই আহত হয়ে বিভিন্ন হাসপাতালে গিয়ে ভর্তি হন। পরে বিকেল পৌনে ৪টার দিকে উপজেলা মোড়ের পরিস্থিতি স্বাভাবিক হয়।