ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ইরানের হামলায় ইসরায়েলের দুইটি যুদ্ধবিমান ভূপাতিত; নারী পাইলট আটক ইসরায়েলকে লক্ষ্য করে শত শত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ফেব্রুয়ারির মাঝামাঝি সংসদ নির্বাচনের সময়সীমা নির্ধারণ : মির্জা ফখরুল গত ২৪ ঘণ্টায় এই রোগে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু; শনাক্ত ১৫ জন আইআরজিসি প্রধানের নাম ঘোষণা করল ইরান বোমাতঙ্কে থাইল্যান্ডে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের প্রস্তুতি শেষ হলে রমজানের আগেই নির্বাচন করা যেতে পারে : প্রধান উপদেষ্টা রোজার আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব তারেক রহমানের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আইএইএ প্রধানের সতর্কবার্তা ‘ইরানে পারমাণবিক স্থাপনায় হামলার পরিণতি হতে পারে ভয়াবহ’

নরসিংদীর কারাগার থেকে পলাতক জঙ্গি গ্রেপ্তার

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১২:৫৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪
  • ৬০ Time View

নরসিংদী জেলা কারাগার থেকে পলাতক আনসার আল ইসলামের সক্রিয় জঙ্গি সদস্য মো. ফারুক আহমেদকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব- ১১ সিইও লেফটেনেন্ট কর্নেল তানভীর মাহামুদ পাসা।

বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজীনগর র‍্যাব- ১১ এর সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এর আগে বুধবার সোনারগাঁও থানার প্রেমের বাজার এলাকায় অভিযান চালিয়ে ফারুক আহমেদকে গ্রেপ্তার করা হয়। তিনি নরসিংদী জেলার মাদবদী থানার নুরালাপুর এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে।

সংবাদ সম্মেলনে তানভীর মাহামুদ পাসা জানান, গত ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগারে হামলা চালিয়ে সেলের তালা ভেঙে দুষ্কৃতিকারীরা ৯ জঙ্গিসহ ৮২৬ কয়েদি পালিয়ে যায়। এরপর থেকে র‍্যাব পলাতক আসামিদের গ্রেপ্তার করতে অভিযান শুরু করে।

তিনি আরও জনান, ২০২২ সালে ২৪ মার্চ র‍্যাব- ৯ সিলেটে অভিযান চালিয়ে জঙ্গি সদস্য মো. ফারুক আহমেদকে গ্রেপ্তার করে। ফারুক আহমেদ জঙ্গি সদস্য হয়ে জঙ্গি তৎপরতায় দেশদ্রোহী কাজে জড়িত বলে আদালতে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর থেকে ফারুক নরসিংদী জেলা কারাগারে ২৮ মাস কারাবন্দি ছিলেন। জেলা কারাগারের ৪ নম্বর সেলে আরও তিন জঙ্গি হিজবুল্লাহ, আব্দুল আলীম ও মঈনুদ্দিনের সঙ্গে একই সেলে থাকতেন ফারুক আহমেদ। তবে তিনি ২০১৩ সালে নুরালাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি পদে নিয়োগ পান। এরপর চাকরিরত অবস্থায় জঙ্গিবাদে জড়িয়ে পড়েন।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

ইরানের হামলায় ইসরায়েলের দুইটি যুদ্ধবিমান ভূপাতিত; নারী পাইলট আটক

নরসিংদীর কারাগার থেকে পলাতক জঙ্গি গ্রেপ্তার

Update Time : ১২:৫৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪

নরসিংদী জেলা কারাগার থেকে পলাতক আনসার আল ইসলামের সক্রিয় জঙ্গি সদস্য মো. ফারুক আহমেদকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব- ১১ সিইও লেফটেনেন্ট কর্নেল তানভীর মাহামুদ পাসা।

বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজীনগর র‍্যাব- ১১ এর সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এর আগে বুধবার সোনারগাঁও থানার প্রেমের বাজার এলাকায় অভিযান চালিয়ে ফারুক আহমেদকে গ্রেপ্তার করা হয়। তিনি নরসিংদী জেলার মাদবদী থানার নুরালাপুর এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে।

সংবাদ সম্মেলনে তানভীর মাহামুদ পাসা জানান, গত ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগারে হামলা চালিয়ে সেলের তালা ভেঙে দুষ্কৃতিকারীরা ৯ জঙ্গিসহ ৮২৬ কয়েদি পালিয়ে যায়। এরপর থেকে র‍্যাব পলাতক আসামিদের গ্রেপ্তার করতে অভিযান শুরু করে।

তিনি আরও জনান, ২০২২ সালে ২৪ মার্চ র‍্যাব- ৯ সিলেটে অভিযান চালিয়ে জঙ্গি সদস্য মো. ফারুক আহমেদকে গ্রেপ্তার করে। ফারুক আহমেদ জঙ্গি সদস্য হয়ে জঙ্গি তৎপরতায় দেশদ্রোহী কাজে জড়িত বলে আদালতে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর থেকে ফারুক নরসিংদী জেলা কারাগারে ২৮ মাস কারাবন্দি ছিলেন। জেলা কারাগারের ৪ নম্বর সেলে আরও তিন জঙ্গি হিজবুল্লাহ, আব্দুল আলীম ও মঈনুদ্দিনের সঙ্গে একই সেলে থাকতেন ফারুক আহমেদ। তবে তিনি ২০১৩ সালে নুরালাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি পদে নিয়োগ পান। এরপর চাকরিরত অবস্থায় জঙ্গিবাদে জড়িয়ে পড়েন।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।