ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
গণঅভ্যুত্থানে শহীদদের চূড়ান্ত তালিকা সংক্রান্ত গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকার যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের কোনো গ্রেপ্তার বা দমন অভিযানের ঘটনা ঘটেনি স্থগিত হওয়া দলীয় পদ ফিরে পেয়েছেন শামা ওবায়েদ-শহীদুল নতুন উপদেষ্টাদের মধ্যে ২ জনকে দপ্তর বণ্টন, পুরোনো ৬ উপদেষ্টার দপ্তর পুনর্বন্টন অন্তর্বর্তীকালীন সরকারের আরও তিনজন উপদেষ্টা শপথ নিয়েছেন নভেম্বর মাসের প্রথম ৯ দিনে এসেছে ৬৫ কোটি ৫০ লাখ ডলারের রেমিট্যান্স ফরিদপুরে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাইনুদ্দিন আহমেদ মানু গ্রেপ্তার নতুন উপদেষ্টা হচ্ছেন ডা. সায়েদুর, শেখ বশির, ফারুকী ও মাহফুজ বাড়ছে উপদেষ্টা পরিষদের আকার, সন্ধ্যায় শপথ প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের সাক্ষাৎ

নাইজেরিয়াতে প্রাসাদে ঢুকে রাজাকে হত্যা করে রানীকে অপহরণ

এ যেন রূপকথার গল্প। রূপকথার গল্পের মতো, কোনো এক দস্যু এসে রাজাকে হত্যা করে রানীকে অপহরণ করে নিয়ে যায়। বাস্তবে এমন ঘটনাই ঘটেছে নাইজেরিয়াতে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাতে নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোয়ারা রাজ্যের প্রথাগত রাজা সেগুন আরেমুকে তার প্রাসাদে ঢুকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। এ সময় তার স্ত্রী ও আরও একজনকে অপহরণ করে নিয়ে গেছে বন্দুকধারীরা। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটল তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। অপহরণকারীরা এখনও কোনো মুক্তিপণও দাবি করেনি।

 

বিবিসি জানায়, সেগুন আরেমু একজন অবসরপ্রাপ্ত জেনারেল, পূর্বপুরুষের মতো তিনি রাজা উপাধি ধারণ করেন। তার আনুষ্ঠানিক উপাধি ‘কোরোর ওলুকোরো’।

রাজা সেগুনের হত্যাকাণ্ডকে বেপরোয়া, মর্মান্তিক ও জঘন্য উল্লেখ করে নিন্দা জানিয়েছেন দেশটির গভর্নর আব্দুল রহমান আব্দুল রাজ্জাক। তিনি বলেছেন, এই ঘটনায় জড়িতদের আটক করবে কর্তৃপক্ষ। তাদের ধরতে অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশ।

এদিকে নাইজেরিয়ায় অপহরণের ঘটনা মোকাবিলায় জরুরি অবস্থা জারির দাবি ওঠার দিন কয়েকের মধ্যে এই হত্যা ও অপহরণের ঘটনা ঘটল। সুশীল সমাজের ৫০টি সংগঠন প্রেসিডেন্ট বোলা টিনুবুর কাছে জরুরি অবস্থা জারির দাবি জানাচ্ছে।

তারা বলছে, গতবছর মে মাসে প্রেসিডেন্ট বোলা টিনুবুর দায়িত্ব নেয়ার পর থেকে এক হাজার ৮০০’র বেশি মানুষ অপহরণের শিকার হয়েছে। এ সপ্তাহের শুরুর দিকে অপহরণকারীরা একিতি রাজ্যে পাঁচ স্কুলশিশু এবং চার শিক্ষককে জিম্মি করে তাদের মুক্তির জন্য বড় অঙ্কের মুক্তিপণ দাবি করে।

তারা বলছে, গতবছর মে মাসে প্রেসিডেন্ট বোলা টিনুবুর দায়িত্ব নেয়ার পর থেকে এক হাজার ৮০০’র বেশি মানুষ অপহরণের শিকার হয়েছে। এ সপ্তাহের শুরুর দিকে অপহরণকারীরা একিতি রাজ্যে পাঁচ স্কুলশিশু এবং চার শিক্ষককে জিম্মি করে তাদের মুক্তির জন্য বড় অঙ্কের মুক্তিপণ দাবি করে।

এছাড়া গত বুধবার রাতে রাজধানী আবুজার বোয়ারি শহরতলীতে অপহৃত হয়েছে এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা। এই এলাকার কাছেই আরেকটি বাড়ি থেকে গতমাসে ছয় বোনকে তাদের বাবাসহ অপহরণ করা হয়েছিল। মুক্তিপণ দিতে দেরি হওয়ায় ছয় বোনকে অপহরণকারীরা হত্যা করেন।

এছাড়া গত বুধবার রাতে রাজধানী আবুজার বোয়ারি শহরতলীতে অপহৃত হয়েছে এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা। এই এলাকার কাছেই আরেকটি বাড়ি থেকে গতমাসে ছয় বোনকে তাদের বাবাসহ অপহরণ করা হয়েছিল। মুক্তিপণ দিতে দেরি হওয়ায় ছয় বোনকে অপহরণকারীরা হত্যা করেন।

Tag :
জনপ্রিয়

গণঅভ্যুত্থানে শহীদদের চূড়ান্ত তালিকা সংক্রান্ত গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকার

নাইজেরিয়াতে প্রাসাদে ঢুকে রাজাকে হত্যা করে রানীকে অপহরণ

Update Time : ০২:৩৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪

এ যেন রূপকথার গল্প। রূপকথার গল্পের মতো, কোনো এক দস্যু এসে রাজাকে হত্যা করে রানীকে অপহরণ করে নিয়ে যায়। বাস্তবে এমন ঘটনাই ঘটেছে নাইজেরিয়াতে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাতে নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোয়ারা রাজ্যের প্রথাগত রাজা সেগুন আরেমুকে তার প্রাসাদে ঢুকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। এ সময় তার স্ত্রী ও আরও একজনকে অপহরণ করে নিয়ে গেছে বন্দুকধারীরা। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটল তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। অপহরণকারীরা এখনও কোনো মুক্তিপণও দাবি করেনি।

 

বিবিসি জানায়, সেগুন আরেমু একজন অবসরপ্রাপ্ত জেনারেল, পূর্বপুরুষের মতো তিনি রাজা উপাধি ধারণ করেন। তার আনুষ্ঠানিক উপাধি ‘কোরোর ওলুকোরো’।

রাজা সেগুনের হত্যাকাণ্ডকে বেপরোয়া, মর্মান্তিক ও জঘন্য উল্লেখ করে নিন্দা জানিয়েছেন দেশটির গভর্নর আব্দুল রহমান আব্দুল রাজ্জাক। তিনি বলেছেন, এই ঘটনায় জড়িতদের আটক করবে কর্তৃপক্ষ। তাদের ধরতে অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশ।

এদিকে নাইজেরিয়ায় অপহরণের ঘটনা মোকাবিলায় জরুরি অবস্থা জারির দাবি ওঠার দিন কয়েকের মধ্যে এই হত্যা ও অপহরণের ঘটনা ঘটল। সুশীল সমাজের ৫০টি সংগঠন প্রেসিডেন্ট বোলা টিনুবুর কাছে জরুরি অবস্থা জারির দাবি জানাচ্ছে।

তারা বলছে, গতবছর মে মাসে প্রেসিডেন্ট বোলা টিনুবুর দায়িত্ব নেয়ার পর থেকে এক হাজার ৮০০’র বেশি মানুষ অপহরণের শিকার হয়েছে। এ সপ্তাহের শুরুর দিকে অপহরণকারীরা একিতি রাজ্যে পাঁচ স্কুলশিশু এবং চার শিক্ষককে জিম্মি করে তাদের মুক্তির জন্য বড় অঙ্কের মুক্তিপণ দাবি করে।

তারা বলছে, গতবছর মে মাসে প্রেসিডেন্ট বোলা টিনুবুর দায়িত্ব নেয়ার পর থেকে এক হাজার ৮০০’র বেশি মানুষ অপহরণের শিকার হয়েছে। এ সপ্তাহের শুরুর দিকে অপহরণকারীরা একিতি রাজ্যে পাঁচ স্কুলশিশু এবং চার শিক্ষককে জিম্মি করে তাদের মুক্তির জন্য বড় অঙ্কের মুক্তিপণ দাবি করে।

এছাড়া গত বুধবার রাতে রাজধানী আবুজার বোয়ারি শহরতলীতে অপহৃত হয়েছে এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা। এই এলাকার কাছেই আরেকটি বাড়ি থেকে গতমাসে ছয় বোনকে তাদের বাবাসহ অপহরণ করা হয়েছিল। মুক্তিপণ দিতে দেরি হওয়ায় ছয় বোনকে অপহরণকারীরা হত্যা করেন।

এছাড়া গত বুধবার রাতে রাজধানী আবুজার বোয়ারি শহরতলীতে অপহৃত হয়েছে এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা। এই এলাকার কাছেই আরেকটি বাড়ি থেকে গতমাসে ছয় বোনকে তাদের বাবাসহ অপহরণ করা হয়েছিল। মুক্তিপণ দিতে দেরি হওয়ায় ছয় বোনকে অপহরণকারীরা হত্যা করেন।