সমস্ত ব্যাপার নিয়ে কিছুটা নীরব থাকলেও শেষ পর্যন্ত মুখ খুলেছেন অভিনেতা ও পরীমণির স্বামী শরিফুল রাজ। গণমাধ্যমের কাছে তিনি বলেন, ‘এখন চুপচাপ থাকতে চাই। আর ওর এসব আমি আটকাব না বা থামাব না। পরী এখন যা করছে বা তার যা মন চায় করুক। তবে আমি স্পষ্ট বলি- আমি কোনো ভুল করিনি।’
পরীর গায়ে হাত তোলার অভিযোগ নিয়ে রাজ কোনো মন্তব্য করেননি। তবে পরীর সঙ্গে সম্পর্ক যে আর টিকছে না সেটি স্পষ্ট করে রাজ বলেন, ‘না, আর হবে না।’