ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ডের বিস্তীর্ণ এলাকা। এই কম্পনে তীব্র আতঙ্ক ছড়িয়েছে দেশ জুড়ে। জারি করা হয়েছে সুনামি সতর্কতা।
ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের বরাতে জানা যায়, নিউজিল্যান্ডের উত্তর উপকূলে স্থানীয় সময় শুক্রবার ভূমিকম্প হয়। রিখটার স্কেলে যার মাত্রা পাওয়া গেছে ৭ দশমিক ২। সুনামির আশঙ্কায় ইতোমধ্যে উপকূলবর্তী জনগণকে নিরাপদ আশ্রয়ে অবস্থান করার নির্দেশনা দেওয়া হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার (৪ মার্চ) রাত ২টা ২৭ মিনিটে বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৩ মার্চ) ৯টা ২৭ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। সুনামি সতর্কতায় উপকূলীয় এলাকা থেকে নাগরিকদের সরিয়ে নিতে বলেছে কর্তৃপক্ষ।
ভূমিকম্পের উপত্তিস্থল থেকে সুনামি হতে পারে এমন শঙ্কা প্রকাশ করে এক বিবৃতিতে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্ক কেন্দ্র জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ৩০০ কিলোমিটার পর্যন্ত সুনামি হতে পারে। তাই ওই এলাকায় সবাইকে শতর্ক ও নিরাপদ অবস্থানে থাকার আহ্বান জানানো হচ্ছে।
দ্য গার্ডিয়ান জানায়, ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।