নিউজিল্যান্ডের সম্মুখ সারির সীমান্ত কর্মীরা আগামী শনিবার প্রথম কোভিড -১৯ টি টিকা গ্রহণ শুরু করবেন, প্রধানমন্ত্রী জ্যাকিন্ডা আর্ডারন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।
২০ ফেব্রুয়ারি থেকে, অকল্যান্ডের সীমান্ত এবং এমআইকিউ কর্মীদের ফাইজার / বায়োএনটেক কোভিড -১৯ ভ্যাকসিন সরবরাহ করা হবে।
আজ ১২ই ফেব্রুয়ারি সকালে অকল্যান্ডে গণমাধ্যমের সাথে কথা বললে আর্ডারন বলেন যে সমস্ত ১২০০০ ফ্রন্টলাইন কর্মীদের সম্পূর্নভাবে টিকা পেতে প্রায় দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে।
২০২১ সালের মার্চে প্রত্যাশিত এক মাস। মেডাসেফ, নিউজিল্যান্ডের নিয়ন্ত্রক সংস্থা ফাইজার ভ্যাকসিনকে ৫৮ টি শর্তের অধীনে অনুমোদর দিয়েছে, বেশিরভাগই ক্ষেত্রেই কর্তৃপক্ষ কোয়ালিটি চেক এবং ক্লিনিকাল পরীক্ষার ডেটা আপডেট করার ক্ষেত্রে জোর দিয়েছে। প্রথম ধাপে প্রথম সারির সীমান্ত কর্মী, আলাদা বা বিচ্ছিন্ন করা হোটেল পরিচালনাকারী কর্মীদের এবং তাদের পরিবারকে টিকা দেওয়া হবে। নিউজিল্যান্ড সরকার অ্যাস্ট্রো-জেনকা, জনসন এবং মোদার্না ভ্যাকসিনের সাথে চুক্তিও স্বাক্ষর করেছে, তবে তাদেরকে ব্যাপক কার্যক্রম পরিচালনা করার জন্য এখনও অনুমোদন দেয়া হয়নি।
মো: নাসির উদ্দিন মিয়া সুমন 



















