ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে ৬২ জন আরোহী নিয়ে উড্ডয়নের পর নিখোঁজ শ্রীবিজয়া এয়ারের উড়োজাহাজটি জাভা সাগরে বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সোলিহিন নামে একজন জেলে বিবিসিকে বলেন, উড়োজাহাজটি বজ্রপাতের মতো সাগরে পড়ে বিস্ফোরিত হয়। আমাদের জাহাজের কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের শব্দ শোনার পর জাহাজটি বন্দরে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন ক্যাপ্টেন।
জাভা সাগরের থাউজ্যান্ড আইল্যান্ডস এলাকায় পানির মধ্য থেকে একটি উড়োজাহাজের ধ্বংসাবশেষের টুকরো উদ্ধার করেছে ইন্দোনেশিয়ার ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি। কর্মকর্তাদের ধারণা সেগুলো নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ।
শনিবার দুপুরে জাকার্তা থেকে উড্ডয়নের ৪ মিনিটের মধ্যেই শ্রীবিজয়া এয়ারের উড়োজাহাজটি নিখোঁজ হয়। জাকার্তা থেকে উড্ডয়ন করে ওয়েস্ট কালিমান্তান প্রদেশের রাজধানী পনতিয়ানাক যাচ্ছিল। উড্ডয়নের চার মিনিট পর সেটি আকাশে ১০ হাজার ফুটের বেশি উচ্চতায় অবস্থান করছিল। এরপর সেটি রাডার থেকে হারিয়ে যায়।
ফ্লাইট ট্র্যাকার ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, উড়োজাহাজটি উড্ডয়নের পর সোজা ১০ হাজার ৯০০ ফুট উপরে উঠে যায়। কিন্তু মাত্র ১ মিনিটের পর সেখান থেকে ১০ হাজার ফুট উচ্চতায় নেমে আসে। তাই উড়োজাহাজটি ভেঙে পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নিখোঁজ উড়োজাহাজটি বোয়িং ৭৩৭-৫০০ সিরিজের। এটি ২৬ বছর ধরে যাত্রী পরিবহনে ব্যবহার করা হচ্ছিল।