প্রজনন মৌসুম হিসাব করে ইলিশ ধরার ওপর সরকার ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করেছিল। সেই নিষেধাজ্ঞার মেয়াদ আজ বুধবার রাত ১২টায় শেষ হতে যাচ্ছে। এরপর থেকেই জেলেরা আবারও ইলিশ শিকার, আহরণ, বাজারজাতকরণ, বিক্রি ও পরিবহন করতে পারবেন। তবে জাটকা নিধন এবং ৬৫ দিন সাগরে মাছ শিকার বন্ধ থাকছে।
তথ্যটি নিশ্চিত করে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, মা মাছ রক্ষায় ইলিশ শিকার, আহরণ, বাজারজাতকরণ, বিক্রি ও পরিবহন নিষিদ্ধ করার কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। অবশ্য ছোটখাটো কিছু ব্যতিক্রমী ঘটনাও ঘটেছে। তবুও এ মৌসুমে প্রচুর ইলিশ উৎপাদন হবে বলে আশা করছি।
তবে ইলিশের কাঙ্ক্ষিত উৎপাদনের জন্য আগামী ৮ মাস অভয়াশ্রমগুলোতে জাটকা ধরা বন্ধ ঘোষণা করা হয়েছে। এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছেন মৎস্য কর্মকর্তারা।
মা ইলিশ রক্ষায় ২২ দিনের কর্মসূচির বিষয়ে তিনি বলেন, অভিযানে সারা দেশে ১১৭টি ভ্রাম্যমাণ আদালত কাজ করেছে এবং মোট অভিযান হয়েছে ৮৩৯টি।
এতে ৮ দশমিক ১৯৭ মেট্রিক টন ইলিশ ও ৩৩ দশমিক ৮৩২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ এবং ২৪১টি মামলা, সোয়া ৩ লাখ টাকা জরিমানা ও ১৮০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।