ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে ইরান; ১০০টিরও বেশি ড্রোন ছুঁড়েছে ইসরায়েলি সেনাবাহিনী ইরানের ছয়টি স্থানে বিমান হামলা চালিয়েছে জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরীকে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক ঘিরে সবার নজর এখন লন্ডনে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় এক দিনে ১০৩ জন ফিলিস্তিনি নিহত ইসরায়েলি হামলার কঠোর প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করছে তেহরান ইসরায়েলকে ‘ভয়াবহ পরিণামের’ হুঁশিয়ারি দিলেন খামেনি ইরানের রাডার ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো তৃতীয় ধাপে আক্রমণ শুরু করেছে ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র যতক্ষণ প্রয়োজন ইরানে হামলা চলবে: নেতানিয়াহু

পরীক্ষা স্থগিতের প্রতিবাদে বুধবার ফের বিক্ষোভ করবে সাত কলেজের শিক্ষার্থীরা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৮:৫০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১
  • ৩২৫ Time View

বিভিন্ন বর্ষের পরীক্ষা গ্রহণের দাবিতে বুধবার সকাল ৯টায় ফের নীলক্ষেত মোড় অবরোধের ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। এমন ঘোষণা দিয়ে তারা রাত ১০টার পর আজকের মতো কর্মসূচি স্থগিত করেছেন।

সাত কলেজের শিক্ষার্থীদের পক্ষে ইডেন কলেজের শিক্ষার্থী শাহিনুর সুমি ও ঢাকা কলেজের শিক্ষার্থী সাইফুল ইসলাম এই ঘোষণা দেন।

তারা বলেন, ‘অবিলম্বে চলমান পরীক্ষার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করে পরীক্ষা নিতে হবে। মার্চের প্রথম সপ্তাহে হল ও ক্যাম্পাস খুলে দিতে হবে। এছাড়া আগামীকালের পরীক্ষা পরবর্তীতে নিতে হবে এবং পরের পরীক্ষাগুলো পূর্বের রুটিন অনুযায়ী নিতে হবে।’

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের পরীক্ষা স্থগিতের প্রতিবাদে মঙ্গলবার নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সন্ধ্যায় পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত জানাজানি হওয়ার পরই তারা নীলক্ষেত অবরোধ করেন।

সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধের কারণে নিউমার্কেট থেকে আজিমপুরগামী সড়কের যানবাহন চলাচল বন্ধ ছিল। রাত ১০টার পর শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে দিলে এই সড়কে যান চলাচল শুরু হয়।

এর আগে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সাত কলেজের অধ্যক্ষদের বৈঠকে পরীক্ষা স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত হয়।

উল্লেখ্য এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী চলমান পরীক্ষাসহ সব ধরনের পরীক্ষা স্থগিত করার প্রতিবাদে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার বিকেলে সাত কলেজের প্রধান সমন্বয়ক ও অধ্যক্ষদের এক সভায় পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হলে এর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই অবরোধ করেন তারা।

সন্ধ্যা থেকে নীলক্ষেত মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এতে মোড় সংলগ্ন রাস্তাগুলোতে তীব্র যানজট দেখা দেয়। পরে রাত ১০টা পর্যন্ত সেখানে অবস্থান করে বুধবার সকাল নয়টায় আবারও নীলক্ষেত মোড়ে অবস্থান কর্মসূচি দিয়ে ফিরে গেছেন শিক্ষার্থীরা।

অবরোধ কর্মসূচিতে আন্দোলনকারীরা ‘পরীক্ষা নিয়ে টালবাহানা, চলবে না, চলবে না’, ‘চলমান পরীক্ষা নিতে হবে নিতে হবে, ‘সাত কলেজের পরীক্ষা নিতে হবে নিয়ে নাও,’ ‘ফাইনাল ইয়ারের পরীক্ষা নিতে হবে নিতে,’ ‘দাবি মোদের একটাই-মার্চে হল-ক্যাম্পাস খোলা চাই,’ ইত্যাদি স্লোগান দেন।

Tag :

ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে ইরান; ১০০টিরও বেশি ড্রোন ছুঁড়েছে

পরীক্ষা স্থগিতের প্রতিবাদে বুধবার ফের বিক্ষোভ করবে সাত কলেজের শিক্ষার্থীরা

Update Time : ০৮:৫০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১

বিভিন্ন বর্ষের পরীক্ষা গ্রহণের দাবিতে বুধবার সকাল ৯টায় ফের নীলক্ষেত মোড় অবরোধের ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। এমন ঘোষণা দিয়ে তারা রাত ১০টার পর আজকের মতো কর্মসূচি স্থগিত করেছেন।

সাত কলেজের শিক্ষার্থীদের পক্ষে ইডেন কলেজের শিক্ষার্থী শাহিনুর সুমি ও ঢাকা কলেজের শিক্ষার্থী সাইফুল ইসলাম এই ঘোষণা দেন।

তারা বলেন, ‘অবিলম্বে চলমান পরীক্ষার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করে পরীক্ষা নিতে হবে। মার্চের প্রথম সপ্তাহে হল ও ক্যাম্পাস খুলে দিতে হবে। এছাড়া আগামীকালের পরীক্ষা পরবর্তীতে নিতে হবে এবং পরের পরীক্ষাগুলো পূর্বের রুটিন অনুযায়ী নিতে হবে।’

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের পরীক্ষা স্থগিতের প্রতিবাদে মঙ্গলবার নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সন্ধ্যায় পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত জানাজানি হওয়ার পরই তারা নীলক্ষেত অবরোধ করেন।

সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধের কারণে নিউমার্কেট থেকে আজিমপুরগামী সড়কের যানবাহন চলাচল বন্ধ ছিল। রাত ১০টার পর শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে দিলে এই সড়কে যান চলাচল শুরু হয়।

এর আগে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সাত কলেজের অধ্যক্ষদের বৈঠকে পরীক্ষা স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত হয়।

উল্লেখ্য এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী চলমান পরীক্ষাসহ সব ধরনের পরীক্ষা স্থগিত করার প্রতিবাদে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার বিকেলে সাত কলেজের প্রধান সমন্বয়ক ও অধ্যক্ষদের এক সভায় পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হলে এর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই অবরোধ করেন তারা।

সন্ধ্যা থেকে নীলক্ষেত মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এতে মোড় সংলগ্ন রাস্তাগুলোতে তীব্র যানজট দেখা দেয়। পরে রাত ১০টা পর্যন্ত সেখানে অবস্থান করে বুধবার সকাল নয়টায় আবারও নীলক্ষেত মোড়ে অবস্থান কর্মসূচি দিয়ে ফিরে গেছেন শিক্ষার্থীরা।

অবরোধ কর্মসূচিতে আন্দোলনকারীরা ‘পরীক্ষা নিয়ে টালবাহানা, চলবে না, চলবে না’, ‘চলমান পরীক্ষা নিতে হবে নিতে হবে, ‘সাত কলেজের পরীক্ষা নিতে হবে নিয়ে নাও,’ ‘ফাইনাল ইয়ারের পরীক্ষা নিতে হবে নিতে,’ ‘দাবি মোদের একটাই-মার্চে হল-ক্যাম্পাস খোলা চাই,’ ইত্যাদি স্লোগান দেন।