পাকিস্তানে সেনাবাহিনীর দুটি পৃথক অভিযানে দুই শীর্ষ কমান্ডারসহ পাঁচ তালেবান সদস্য নিহত হয়েছেন। নিহতরা তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা পাকিস্তান তালেবানের সদস্য। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় জেলা উত্তর ওয়াজিরিস্তানে এসব অভিযান পরিচালনা করা হয়। রবিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, সেনাবাহিনীর ওয়াজিরিস্তানের মির আলি এবং কায়সুর এলাকায় অভিযান পরিচালনা করে। এতে তালেবান কমান্ডার সৈয়দ রহিম যিনি আবিদ নামেও পরিচিতি, সাইফুল্লাহ নুরসহ পাঁচজন নিহত হন। পাকিস্তানের ওই এলাকা তেহরিক ই তালেবান পাকিস্তানের সদর দফতর হিসেবে পরিচিত।
বিবৃতিতে আরও বলা হয়, ২০০৭ সাল থেকে রহিম পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে অন্তত ১৭টি আক্রমণ করে। এছাড়া জেলাগুলোতে তিনি সাম্প্রতিক সময়ে টার্গেট হামলায়ও জড়িত ছিলেন।
গত বছর থেকে উত্তর ওয়াজিরিস্তানে আইইডি (ইমপ্রভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস) ও টার্গেটকৃত বন্দুক হামলায় ৫০ জনের বেশি মানুষকে হত্যা করা হয়। তালেবান কমান্ডার রহিম শত্রুবাহিনী কর্তৃক দায়িত্ব পেয়ে টার্গেট হামলার দায়িত্ব পালন করতেন এবং বহিনীর নতুন সদস্য নিয়োগ এবং তাদেরকে সংগঠিত করতেন।