ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ফের গোলাগুলি হয়েছে এক নজরে বিশ্ব সংবাদ: ২৭ এপ্রিল ২০২৫ এখনও মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত দেশের জনগণের জন্য ভালো সমাধান: প্রধান উপদেষ্টা শেখ হাসিনার বক্তব্য প্রদান বন্ধ করতে পারবেন না বলে জানান মোদি: ড. ইউনূস আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি ২৮ এপ্রিল পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া শেষে দেশের পথে রওয়ানা হয়েছেন প্রধান উপদেষ্টা সব কিছু ঠিক থাকলে চলতি মাসেই লন্ডন থেকে বিএনপি চেয়ারপারসন দেশে ফিরছেন রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ আগাম সতর্কতা ছাড়াই ঝিলাম নদীর পানি ছেড়ে দেওয়ায় বন্যার কবলে পড়েছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের একাংশ

পুলিশের ধাওয়ায় লেকে ঝাঁপ নিয়ে নিখোঁজ ৩ আন্দোলনকারী

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১২:০৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪
  • ৪৬ Time View
মাদারীপুরে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ-ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে । বৃহস্পতিবার (১৮ জুলাই) মাদারীপুর জেলা প্রশাসকের বাসভবনের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আন্দোনকারীদের পুলিশ ধাওয়া দিলে তারা প্রাণে বাঁচতে শহরের শকুনি লেকে ঝাঁপ দেয়। পরে অন্যরা সাঁতরে তীরে উঠলেও ৩ জন এখনো নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান পরিচালনা করছে।
৩ জন নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে মাদারীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর শেখ আহাদুজ্জামান বলেন, শকুনি লেকে নিখোঁজের খবর পেয়ে ৪ জন ডুবুরি এ মুহূর্তে তৎপরতা চালাচ্ছেন। উদ্ধারকাজ সম্পন্ন হলে জানানো হবে।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৫০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে ৬ জনকে আটক করা হয়।
জানা যায়, মহাসড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দেয় কোটা আন্দোলনকারীরা। পরে তাদের অবরোধ প্রত্যাহারের অনুরোধ করেন পুলিশ। কিন্তু সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ আন্দোলনকারীদের ধাওয়া দেয়। এ সময় ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীরাও পুলিশের সঙ্গে যোগ দিয়ে তাদের ধাওয়া করে। প্রায় আধাঘণ্টার এ সংঘর্ষে আল-আমীন, রফিকুল ইসলাম রফি, মিঠু হোসেন, শহিদুর রহমান, খাদিজা ও রিফাত মুন্সী নামে ৬ শিক্ষার্থী আহত হয়। তাদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাসুম বিল্লাহ বলেন, যেকোনো উপায়ে কোটার যৌক্তিক সংস্কার করতে হবে। এ জন্য ঢাকা-বরিশাল মহাসড়কসহ মাদারীপুরে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে।
এর আগেও কোটা সংস্কার আন্দোলনকারীরা বুধবার (১৭ জুলাই) সকাল ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর এলাকায় মহাসড়ক অবরোধ করে। পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে ওই সময় আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
Tag :

ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ফের গোলাগুলি হয়েছে

পুলিশের ধাওয়ায় লেকে ঝাঁপ নিয়ে নিখোঁজ ৩ আন্দোলনকারী

Update Time : ১২:০৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪
মাদারীপুরে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ-ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে । বৃহস্পতিবার (১৮ জুলাই) মাদারীপুর জেলা প্রশাসকের বাসভবনের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আন্দোনকারীদের পুলিশ ধাওয়া দিলে তারা প্রাণে বাঁচতে শহরের শকুনি লেকে ঝাঁপ দেয়। পরে অন্যরা সাঁতরে তীরে উঠলেও ৩ জন এখনো নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান পরিচালনা করছে।
৩ জন নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে মাদারীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর শেখ আহাদুজ্জামান বলেন, শকুনি লেকে নিখোঁজের খবর পেয়ে ৪ জন ডুবুরি এ মুহূর্তে তৎপরতা চালাচ্ছেন। উদ্ধারকাজ সম্পন্ন হলে জানানো হবে।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৫০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে ৬ জনকে আটক করা হয়।
জানা যায়, মহাসড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দেয় কোটা আন্দোলনকারীরা। পরে তাদের অবরোধ প্রত্যাহারের অনুরোধ করেন পুলিশ। কিন্তু সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ আন্দোলনকারীদের ধাওয়া দেয়। এ সময় ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীরাও পুলিশের সঙ্গে যোগ দিয়ে তাদের ধাওয়া করে। প্রায় আধাঘণ্টার এ সংঘর্ষে আল-আমীন, রফিকুল ইসলাম রফি, মিঠু হোসেন, শহিদুর রহমান, খাদিজা ও রিফাত মুন্সী নামে ৬ শিক্ষার্থী আহত হয়। তাদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাসুম বিল্লাহ বলেন, যেকোনো উপায়ে কোটার যৌক্তিক সংস্কার করতে হবে। এ জন্য ঢাকা-বরিশাল মহাসড়কসহ মাদারীপুরে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে।
এর আগেও কোটা সংস্কার আন্দোলনকারীরা বুধবার (১৭ জুলাই) সকাল ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর এলাকায় মহাসড়ক অবরোধ করে। পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে ওই সময় আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।