আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠেয় ফরিদপুর ও মধুখালী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন যথাক্রমে অমিতাভ বোস ও খন্দকার মোরশেদ রহমান লিমন ।
বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।
অমিতাভ বোস সদর উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান এবং কোতয়ালী থানা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন এবং ফরিদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদ
।
অমিতাভ বোস
খন্দকার মোরশেদ রহমান লিমন মধুখালী পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান মেয়র ।
খন্দকার মোরশেদ রহমান লিমন
শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়। ওই সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অমিতাভ ও লিমন দলীয় মনোনয়ন পাওয়ার সন্ধ্যায় ফরিদপুর ও মধুখালীতে আনন্দ মিছিল হয় ।
প্রসঙ্গত, দীর্ঘ ৯ বছর পর ১০ ডিসেম্বর ফরিদপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠানের তফসিল ঘোষণা হয়েছে। মেয়র, সংরক্ষিত ওয়ার্ডের ৯ জন কাউন্সিলর ও সাধারণ ওয়ার্ডের ২৭ জন কাউন্সিলর পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৫ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১৭ নভেম্বর আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৩ নভেম্বর। ১৮৬৯ সালে প্রতিষ্ঠিত ফরিদপুর পৌরসভায় বর্ধিত এলাকার সমন্বয়ে ৬৬ দশমিক ৫৪ বর্গ কিলোমিটার জুড়ে বর্তমানে ২৭টি ওয়ার্ড রয়েছে। ২০১৯ সালের হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী এখানে ভোটার সংখ্যা রয়েছে এক লাখ ৪৮ হাজার ৩১৩ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৭১ হাজার ৭৮৬ এবং নারী ৭৬ হাজার ৫৭১ জন।
সর্বশেষ ২০১১ সালের ফেব্রæয়ারি মাসে ফরিদপুর পৌরসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরশেন ঘোষণা করা হবে এমন একটি উদ্যোগের কারণে গত ২০১৬ সালে ফরিদপুর পৌরসভার নির্ধারিত নির্বাচন স্থগিত করা হয়। এদিকে মেয়র পদে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী পাঁচ জনের একটি তালিকা কেন্দ্রে পাঠালেও কোনো সিদ্ধান্ত পাওয়া যায় নি।