শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০২:২৬ পূর্বাহ্ন
১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ হেমন্তকাল, ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
ব্রেকিং নিউজ
রাত পোহালেই সমুদ্রনগরী কক্সবাজারের উদ্দেশ্যে প্রথম যাত্রা শুরু করবে ‘কক্সবাজার এক্সপ্রেস’ আচরণবিধি লঙ্ঘন তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১২ জনকে ইসির শোকজ তফসিল পুনর্নির্ধারণের আর কোনো সুযোগ নেই: ইসি সচিব নির্বাচনে অংশ নিতে ৮২টি আসনে প্রার্থী দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ৩১৪০ পদে নিয়োগ আ.লীগ থেকে মনোনয়ন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মার্কিন শ্রমনীতি নিয়ে খুব উদ্বেগ নেই : পররাষ্ট্রমন্ত্রী ফরিদপুরে উৎসবমুখর পরিবেশে মনোনয়ন পত্র জমা দিলেন প্রার্থীরা আবারো ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি

প্রধানমন্ত্রীর জন্মদিনে ৩১ জন শিশুর পক্ষ থেকে ভিন্নধর্মী শুভেচ্ছা

অনলাইন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৩ Time View

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আজ। নানা আয়োজনে আজ দেশজুড়ে পালিত হবে জন্মদিনে অনুষ্ঠান। কেউ কেক কেটে, কেউ দোয়ার আয়োজন করে, কেউ আবার সুযোগ পেলে সরাসরি শুভেচ্ছা জানাবেন শেখ হাসিনাকে। তবে ৩১ জন শিশুর পক্ষ থেকে সরকারপ্রধানের জন্মদিনে ভিডিওবার্তার মাধ্যমে ভিন্নধর্মী শুভেচ্ছা জানানোর ঘটনাও ঘটেছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ৩১তম বিসিএস ক্যাডার এসোসিয়েশন শেখ হাসিনার জন্মদিনে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে ৩১ জন শিশুকে দিয়ে জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানিয়েছে তাদের ফেসবুক ও ইউটিউবের অফিসিয়াল পেজে।

প্রতিটি শিশুই সেখানে ভিন্ন ভিন্নভাবে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে স্বতঃস্ফূর্তভাবে তাদের অনুভূতি ব্যক্ত করেছে। ভিডিওতে অংশগ্রহণকারী প্রতিজন শিশুই ৩১ ব্যাচের সদস্যদের সন্তান।

ভিডিও বার্তাটি সম্পাদনা করেছেন সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল হাদী। তিনি ভিডিও দেয়া প্রতিটি শিশুর বাবা-মাকে আলাদা করে ধন্যবাদ জানিয়েছেন।

এমন উদ্যোগ নিয়ে সংগঠনের সাধারণ সম্পাদক আক্তারুন্নেসা জানান, প্রতিটি ভালো কাজে অংশগ্রহণই আমাদের অস্তিত্ব। আর ৩১ ব্যাচ সবসময় এ ধরণের ব্যতিক্রম কাজ করে নিজেদের উজ্জীবিত রাখতে চায়।

ভিডিও বার্তায় অংশ নেয়া শিশুরা হলেন— চিত্রময়ী চন্দ্র, ফাইযা নুযাদ আমিরা, রায়াত হাসান, কাজী নির্জরা নীলিমা কাব্য, আয়ানা হারুন, আইমান আরিব রিহান, নায়েরা ইসলাম, আফরা ইসলাম, কাজী আজমীর আযিন ঋত, কাজী আইদিন আযিন ঋষভ, মুনতাকা নাওয়াল মানহা, উযাইফ মুসতানির, আরিশা ইসলাম ইনায়া, মোত্তাফিকা আরফা মানহা, নুজাইফা রিদা, সানিয়া আফরিন সোহা, সাবিরা আফরোজ সারাহ, সিদরাতুল মুনতাহা আরিবা, আহনাফ আইয়াদ মুগ্ধ, আহরাজ মাহির জিহান, আনিশা বাহাদুর, আয়েশা বাহাদুর, জয়নব,আরিয়ান রায়, শেহজিন নাওয়ার উশান, অরুণাভা দে, অনসূয়া দে, রুশান তাজওয়ার নাসির, থান্দার তাসনিমুল হাসান তুশিন, মো. মানসিব ওয়াসি খান, সাফওয়ান ইবনে হাফিজ।

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102