ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে চলাচলের অযোগ্য সড়ক মেরামত করলো যুবদল কর্মীরা আসন্ন শারদীয় দুর্গাপূজায় কোনো জঙ্গি হামলার শঙ্কা নেই ইসরাইলের তৃতীয় বৃহত্তম শহর হাইফায় ফের রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ, আহত ১০ বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে শিশুদের সুন্দর বিকাশের জন্য গুরুত্ব প্রদান করা আমাদের সবার দায়িত্ব রাস্তা ঘেষে বেকু দিয়ে মাটি কাটায় ধসে যাচ্ছে ফরিদপুর লেকপাড়ের গুরুত্বপূর্ণ সড়ক আজকের নামাজের সময়সূচি ৭ অক্টোবর আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা তিন পার্বত্য জেলায় কঠিন চীবর দান উদযাপন না করার সিদ্ধান্ত সেনাবাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে আন্তঃব্যাংকে ডলারের দাম কিছুটা কমেছে

প্রধানমন্ত্রীর জন্মদিনে ৩১ জন শিশুর পক্ষ থেকে ভিন্নধর্মী শুভেচ্ছা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৪৫:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
  • ৮২ Time View

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আজ। নানা আয়োজনে আজ দেশজুড়ে পালিত হবে জন্মদিনে অনুষ্ঠান। কেউ কেক কেটে, কেউ দোয়ার আয়োজন করে, কেউ আবার সুযোগ পেলে সরাসরি শুভেচ্ছা জানাবেন শেখ হাসিনাকে। তবে ৩১ জন শিশুর পক্ষ থেকে সরকারপ্রধানের জন্মদিনে ভিডিওবার্তার মাধ্যমে ভিন্নধর্মী শুভেচ্ছা জানানোর ঘটনাও ঘটেছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ৩১তম বিসিএস ক্যাডার এসোসিয়েশন শেখ হাসিনার জন্মদিনে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে ৩১ জন শিশুকে দিয়ে জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানিয়েছে তাদের ফেসবুক ও ইউটিউবের অফিসিয়াল পেজে।

প্রতিটি শিশুই সেখানে ভিন্ন ভিন্নভাবে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে স্বতঃস্ফূর্তভাবে তাদের অনুভূতি ব্যক্ত করেছে। ভিডিওতে অংশগ্রহণকারী প্রতিজন শিশুই ৩১ ব্যাচের সদস্যদের সন্তান।

ভিডিও বার্তাটি সম্পাদনা করেছেন সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল হাদী। তিনি ভিডিও দেয়া প্রতিটি শিশুর বাবা-মাকে আলাদা করে ধন্যবাদ জানিয়েছেন।

এমন উদ্যোগ নিয়ে সংগঠনের সাধারণ সম্পাদক আক্তারুন্নেসা জানান, প্রতিটি ভালো কাজে অংশগ্রহণই আমাদের অস্তিত্ব। আর ৩১ ব্যাচ সবসময় এ ধরণের ব্যতিক্রম কাজ করে নিজেদের উজ্জীবিত রাখতে চায়।

ভিডিও বার্তায় অংশ নেয়া শিশুরা হলেন— চিত্রময়ী চন্দ্র, ফাইযা নুযাদ আমিরা, রায়াত হাসান, কাজী নির্জরা নীলিমা কাব্য, আয়ানা হারুন, আইমান আরিব রিহান, নায়েরা ইসলাম, আফরা ইসলাম, কাজী আজমীর আযিন ঋত, কাজী আইদিন আযিন ঋষভ, মুনতাকা নাওয়াল মানহা, উযাইফ মুসতানির, আরিশা ইসলাম ইনায়া, মোত্তাফিকা আরফা মানহা, নুজাইফা রিদা, সানিয়া আফরিন সোহা, সাবিরা আফরোজ সারাহ, সিদরাতুল মুনতাহা আরিবা, আহনাফ আইয়াদ মুগ্ধ, আহরাজ মাহির জিহান, আনিশা বাহাদুর, আয়েশা বাহাদুর, জয়নব,আরিয়ান রায়, শেহজিন নাওয়ার উশান, অরুণাভা দে, অনসূয়া দে, রুশান তাজওয়ার নাসির, থান্দার তাসনিমুল হাসান তুশিন, মো. মানসিব ওয়াসি খান, সাফওয়ান ইবনে হাফিজ।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে চলাচলের অযোগ্য সড়ক মেরামত করলো যুবদল কর্মীরা

প্রধানমন্ত্রীর জন্মদিনে ৩১ জন শিশুর পক্ষ থেকে ভিন্নধর্মী শুভেচ্ছা

Update Time : ০৪:৪৫:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আজ। নানা আয়োজনে আজ দেশজুড়ে পালিত হবে জন্মদিনে অনুষ্ঠান। কেউ কেক কেটে, কেউ দোয়ার আয়োজন করে, কেউ আবার সুযোগ পেলে সরাসরি শুভেচ্ছা জানাবেন শেখ হাসিনাকে। তবে ৩১ জন শিশুর পক্ষ থেকে সরকারপ্রধানের জন্মদিনে ভিডিওবার্তার মাধ্যমে ভিন্নধর্মী শুভেচ্ছা জানানোর ঘটনাও ঘটেছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ৩১তম বিসিএস ক্যাডার এসোসিয়েশন শেখ হাসিনার জন্মদিনে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে ৩১ জন শিশুকে দিয়ে জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানিয়েছে তাদের ফেসবুক ও ইউটিউবের অফিসিয়াল পেজে।

প্রতিটি শিশুই সেখানে ভিন্ন ভিন্নভাবে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে স্বতঃস্ফূর্তভাবে তাদের অনুভূতি ব্যক্ত করেছে। ভিডিওতে অংশগ্রহণকারী প্রতিজন শিশুই ৩১ ব্যাচের সদস্যদের সন্তান।

ভিডিও বার্তাটি সম্পাদনা করেছেন সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল হাদী। তিনি ভিডিও দেয়া প্রতিটি শিশুর বাবা-মাকে আলাদা করে ধন্যবাদ জানিয়েছেন।

এমন উদ্যোগ নিয়ে সংগঠনের সাধারণ সম্পাদক আক্তারুন্নেসা জানান, প্রতিটি ভালো কাজে অংশগ্রহণই আমাদের অস্তিত্ব। আর ৩১ ব্যাচ সবসময় এ ধরণের ব্যতিক্রম কাজ করে নিজেদের উজ্জীবিত রাখতে চায়।

ভিডিও বার্তায় অংশ নেয়া শিশুরা হলেন— চিত্রময়ী চন্দ্র, ফাইযা নুযাদ আমিরা, রায়াত হাসান, কাজী নির্জরা নীলিমা কাব্য, আয়ানা হারুন, আইমান আরিব রিহান, নায়েরা ইসলাম, আফরা ইসলাম, কাজী আজমীর আযিন ঋত, কাজী আইদিন আযিন ঋষভ, মুনতাকা নাওয়াল মানহা, উযাইফ মুসতানির, আরিশা ইসলাম ইনায়া, মোত্তাফিকা আরফা মানহা, নুজাইফা রিদা, সানিয়া আফরিন সোহা, সাবিরা আফরোজ সারাহ, সিদরাতুল মুনতাহা আরিবা, আহনাফ আইয়াদ মুগ্ধ, আহরাজ মাহির জিহান, আনিশা বাহাদুর, আয়েশা বাহাদুর, জয়নব,আরিয়ান রায়, শেহজিন নাওয়ার উশান, অরুণাভা দে, অনসূয়া দে, রুশান তাজওয়ার নাসির, থান্দার তাসনিমুল হাসান তুশিন, মো. মানসিব ওয়াসি খান, সাফওয়ান ইবনে হাফিজ।