মুজিববর্ষ উপলক্ষে ফরিদপুরের জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও এনজিওসমূহের আয়োজনে ফরিদপুরের ৮শ’ প্রতিবন্ধী নারী-পুরুষ ও শিশুদের মাঝে উন্নতমানের কম্বল বিতরণ করা হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়ামে সমবেত এসব প্রতিবন্ধীদের হাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল তুলে দেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক দীপক রায়, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এএসএম আলি আহসান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাসউদা হোসেন, জেলা পরিসংখ্যান কর্মকর্তা মিনাক্ষি বিশ্বাস, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক নুরুল হুদা, এফডিএর নির্বাহী পরিচালক মো: আজহারুল ইসলাম, বিএফএফের নির্বাহী পরিচালক আনম ফজলুল হুদা সাব্বির, এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুজ্জামানসহ অন্যান্যরা উপস্তিত ছিলেন।