পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। বৃহস্পতিবার (৪ মার্চ ) রাত ১ টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এইচটি ইমামের ব্যক্তিগত সহকারী আবু বকর সিদ্দীক এ তথ্য নিশ্চিত করেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।
আবু বকর সিদ্দিক জানান, তার জানাজা ও দানের বিষয়টি পরে অবহিত করা হবে।