রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৭ পূর্বাহ্ন
৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ শরৎকাল, ৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
ব্রেকিং নিউজ

প্রাথমিক বিদ্যালয় খোলার প্রস্তুতি নিতে নির্দেশনা

অনলাইন ডেস্ক
  • Update Time : রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১
  • ১৪৪ Time View

প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে দিতে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা জারি করেছে অধিদপ্তর। একইসঙ্গে করোনাভাইরাস পরিস্থিতিতে জনস্বাস্থ্য ও স্বাস্থবিধি মেনে বিদ্যালয় চালুর বিষয়ে নির্দেশিকাও দিয়েছে।

রোববার রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যুগ্ম সচিব (পরিচালক, পলিসি ও অপারেশন) মনীষ চাকমা এ নির্দেশনা জারি করেন।

নির্দেশনা অনুযায়ী, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করে বিদ্যালয়গুলো পুনরায় চালু করতে আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে প্রস্তুতি সম্পন্ন করার অনুরোধ করা হয়েছে। যেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পাওয়া মাত্রই বিদ্যালয়গুলোতে পাঠদান কার্যক্রম শুরু করা যায়।

দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। এ কারণে গত ১৭ মার্চ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো (কওমি মাদ্রাসা ছাড়া) বন্ধ রয়েছে। এরমধ্যে কয়েক ধাপে বাড়ানোর পর গত ১৬ জানুয়ারি পর্যন্ত ছুটি ছিল। সেই চলমান ছুটি বাড়িয়ে ৩০ জানুয়ারি পর্যন্ত করে সরকার।

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102