মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বদলির তদবির নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদফতরের না আসার নির্দেশনা জারি করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে রবিবার (১৫ নভেম্বর) এ নির্দেশনা জারি করা হয়। পরিচালক (প্রশাসন) মো. মিজানুর রহমান স্বাক্ষরিত আদেশে দেশের সব উপ-পরিচালকদের এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।
আদেশে বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদফতরে মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তারা প্রায়ই বিনা অনুমতিতে অধিদফতরের মহাপরিচালকের কাছে নিজের বদলির তদবির নিয়ে ব্যক্তিগতভাবে দেখা করার জন্য হাজির হচ্ছেন। যা সরকারি বিধি বিধানের পরিপন্থী, বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধিরও পরিপন্থী। কারও বদলির আবেদন করতে হলে তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পাঠানো বাঞ্ছনীয়। এক্ষেত্রে ব্যক্তিগত উপস্থিতির প্রয়োজন নেই।
এমতাবস্থায়, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মাঠ পর্যায়ের সব কর্মকর্তাকে ব্যক্তিগত প্রয়োজনে প্রাথমিক শিক্ষা অধিদফতরে আসার আগে নিয়য়ন্ত্রকারী কর্মকর্তা এবং অধিদফতরের পরিচালক প্রশাসনের পূর্বানুমতি ও ছুটি গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
ছবি: সংগৃহীত