ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়ন বিএনপি এবং এর সহযোগী সংগঠণের উদ্যোগে কেন্দ্রিয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের স্মরণে (৬ই ফেব্রুয়ারি) বিকাল ৪টায় আলিয়াবাদ পেট্রল পাম্প সংলগ্ন বাজার প্রাঙ্গনে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌধুরী কামাল ইবনে ইউসুফের জেষ্ঠ্য কন্যা মহিলা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন-সাধারন সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ।
আলিয়াবাদ ইউনিয়নের বিএনপির সভাপতি রেজাউল করিম নুরু মন্ডলের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য দেন শহর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ, কোতয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, সাংগঠিনক সম্পাদক শাহ শফিকুল হক রানু মিয়া, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, মহানগর ছাত্রদলের সভাপতি শাহরিয়ার শিথিল, নাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রশীদ রিমু, আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো: আবুল বাশার মৃর্ধা, যুবদল নেতা আশরাফুল হক বুলেট, সাইফুল ইসলাম, ফারুক হোসেন, আলিয়াবাদ ইউনিয়ন বিএনপি নেতা শামসুল আলম বাবুল, ইসহাক শেখ, রানা সরদার, হুমায়ুন মৃর্ধা, হাসেম খান, সিরাজ মেম্বার, আদেল মেম্বার, জিন্না মেম্বার, আসহাক মাস্টার প্রমুখ। সভা শেষে চৌধুরী কামাল ইবনে ইউসুফের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাদীপুর হাফেজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার মোহতামিম হাফেজ মো: হাফিজুর রহমান। সমগ্র স্মরণ সভা ও দোয়া মাহফিলের সার্বিক তম্ত্বাবধানে ছিলেন আলিয়াবাদ ইউনিয়ন বিএসপির সাধারন সম্পাদক মো: আবুল বাশার মৃর্ধা।