ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ বিশ্বব্যাংক অন্তর্বর্তী সরকারের মূল অর্থনৈতিক সংস্কারের অংশ হতে প্রস্তুত রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিক্তিক নিয়োগ বাতিল করেছে সরকার ‘অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়া প্রস্তুত করেছে আইন ও বিচার বিভাগ ভারতের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে: আইন উপদেষ্টা আগামী ১ অক্টোবর থেকে বিমানবন্দর এলাকা হর্নমুক্ত ঘোষণা জাবি প্রাক্তন শিক্ষার্থী ও ছাত্রলীগের সাবেক নেতাকে পিটিয়ে হত্যার ঘটনায় আট শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন মুক্তিযোদ্ধাদের নামের আগে ‘বীর’ শব্দটি ব্যবহারের বিধান করে বিগত সরকারের প্রকাশিত গেজেট বাতিল করা হবে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পাওয়া সেনা কর্মকর্তাদের সংশ্লিষ্ট জেলার ডিসি বরাবর জবাবদিহি করতে হবে শেখ হাসিনাকে সদলবলে দিল্লির অন্যতম অভিজাত পার্ক লোদি গার্ডেনে ঘুরে বেড়াতে দেখা গেছে

ফরিদপুরের নগরকান্দায় নির্মিত হচ্ছে ঐতিহাসিক বাবরি মসজিদ।।একসাথে ২১ হাজার মুসুল্লি নামাজ আদায় করতে পারবেন

মাহবুব পিয়াল, ফরিদপুর :।ফরিদপুরের নগরকান্দায় নির্মিত হচ্ছে ঐতিহাসিক বাবরি মসজিদ।  বুধবার (৪ সেপ্টেম্বর) বাদ যোহর মসজিদ নির্মানে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা এবং আর্থিক সহায়তা কামনা করা হয়।

৭ তলাবিশিষ্ট মসজিদটিতে একসাথে প্রায় ২১ হাজার মুসুল্লি নামাজ আদায় করতে পারবেন। এতে ব্যয় হবে প্রায় ৪০ কোটি টাকা।যার পুরোটাই জোগাড় হবে দান-সদকার টাকায়। ইতোমধ্যে মসজিদটির জমি ক্রয় করে ভিত্তিপ্রস্তর স্থাপন ও  পাইলিংয়ের কাজ শুরু করা হয়েছে।

নগরকান্দা পৌর সদরের বাজারের পাশেই অবস্থিত মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা।যেখানে নুরানি থেকে দাওরায়ে হাদিস তথা মাস্টার্স শ্রেণি পর্যন্ত পাঠ দান করা হয়। রয়েছে এতিমখানাও। সবমিলিয়ে প্রায় দুই হাজার ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করে। যার বেশিরভাগই আবাসিক ছাত্র। জেলার অন্যতম বৃহৎ হেফজখানাও এটি। ১৯৯১ সালে মাত্র ২০ শতাংশ জমির উপরে প্রতিষ্ঠিত মাদ্রাসাটি এখন কালে কালে বেড়ে দাড়িয়েছে ৬ একরেরও বেশি। এর মধ্যে ১ একর ১০ শতাংশ জমির উপরে নির্মিত হচ্ছে এই বাবরি মসজিদ।

সংশ্লিষ্টরা জানান, মাদ্রাসাটি প্রতিষ্ঠার পরে সেখানে একটি জামে মসজিদও নির্মাণ করা হয়।তবে এই মসজিদে এখন নামাজের ওয়াক্তে মুসুল্লিদের সংকুলান হচ্ছেনা। এর ফলে হেফজখানার ছাত্রদের তাদের শ্রেণিকক্ষেই আলাদা জামাতে নামাজ আদায় করতে হয়।

মাদ্রাসার শিক্ষা সচিব  পীর সাহেব মুফতি ইসমাতুল্লাহ কাসেমী বলেন, আমাদের পরিবারের হাত ধরে তিল তিল করে গড়ে ওঠা মাদ্রাসাটি আজ দেশ বাসীর কাছে একটি সুনামের প্রতিষ্ঠানে রুপ নিয়েছে। আমাদের মাদ্রাসা থেকে হাফেজিতে এবছর মেধার তালিকায় দেশের প্রথম হয়েছেন। আমাদের মাদ্রাসাটি কওমী মাদ্রাসা বোর্ডের আন্ডারে চলে। এখন আমাদের নিজস্ব পরিক্ষা কেন্দ্র হয়েছে। যদিও মাদ্রাসার ব্যায় বহনে আমাদের হিমশিম খেতে হয়।

তিনি বলেন, আমাদের মাদ্রসায় একশোর বেশি এতিম শিক্ষার্থী আছে।এছাড়াও প্রায় ৮ শত নারী শিক্ষার্থী ও ১ হাজারের বেশি পুরুষ শিক্ষার্থী পড়ালেখা করে। আমাদের প্রায় ৮ শথএর বেশি আবাসিক ব্যবস্থা আছে যা এখন সংকুলান করতে সংকটে পড়তে হচ্ছে। আমাদের দুটি তিন তলা ভবনে এখন ধারন করতে সমস্যা হওয়ায় কিছু ছাত্র মসজিদে গিয়ে থাকতে হয়। আমাদের প্রতিষ্ঠানটি আল্লাহর রহমতে ও মানুষের দান-সদগাতে চলে থাকে। আমরা আপনাদের মাঝে আরো সহযোগীতার হাত বাড়িয়ে দিতে বৃত্তবানদের প্রতি অনুররোধ জানাচ্ছি।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম আল্লামা কারামত আলী বলেন, আমাদের নিজস্ব একটি মসজিদ ভবন আছে সেখানে জায়গায় সংকুলান হয় না। গত বছর আমরা সিদ্ধান্ত নেই নতুন একটি মসজিদ তৈরি করার। সেখান থেকেই একটি পরিকল্পনা মাথায় আসে মসজিদটি আল্লাহরিইবাদতে একটি অনন্য দৃষ্টান্ত হিসেবে রুদ দেবার।

তিনি বলেন নকশা করা হয় ৭ তলা বিশিষ্ট মসজিদের। নাম দেওয়া হয় নগরকান্দা বাবরি মসজিদ।যেহেতু বাবরি মসজিদের একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। ডিজাইন তৈরি করার পর মসজিদ নির্মানে প্রাথমিক ব্যায় নিরুপন করা হয় প্রায় ৪০ কোটি টাকা। যা আমাদের একার পক্ষে করা সম্ভব নয়।

তিনি বলেন, সদগায়ে জারিয়া হিসেবে আমাদের মসজিদ নির্মানে দেশে ও বিদেশের বৃত্তবানদের প্রতি আহবান জানানো হলো আপনারা আপনাদের সাধ্যমত এই নগরকান্দা বাবরি মসজিদটি নির্মানে সহযোগীতা করার।তিনি বলেন, আমাদের দুটি বিকাশ নাম্বার-০১৭৮৪-২৪৮০৮২ এবং ০১৭১৬-৯২১১০৪ টাকা পাঠিয়ে সহায়তা করা আহবান জানানো হলো । এছাড়াও ইসলামি ব্যাংক, নগরকান্দা শাখা ফরিদপুর এরা এ্যাকাউন্ট নাম্বার ২০৫০৭৭৭০২৯০৮৪৪৭০৩ এ নাম্বারে টাকা পাঠানোর অনুরোধ করা হলো।

Tag :
জনপ্রিয়

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ

ফরিদপুরের নগরকান্দায় নির্মিত হচ্ছে ঐতিহাসিক বাবরি মসজিদ।।একসাথে ২১ হাজার মুসুল্লি নামাজ আদায় করতে পারবেন

Update Time : ০২:১৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪

মাহবুব পিয়াল, ফরিদপুর :।ফরিদপুরের নগরকান্দায় নির্মিত হচ্ছে ঐতিহাসিক বাবরি মসজিদ।  বুধবার (৪ সেপ্টেম্বর) বাদ যোহর মসজিদ নির্মানে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা এবং আর্থিক সহায়তা কামনা করা হয়।

৭ তলাবিশিষ্ট মসজিদটিতে একসাথে প্রায় ২১ হাজার মুসুল্লি নামাজ আদায় করতে পারবেন। এতে ব্যয় হবে প্রায় ৪০ কোটি টাকা।যার পুরোটাই জোগাড় হবে দান-সদকার টাকায়। ইতোমধ্যে মসজিদটির জমি ক্রয় করে ভিত্তিপ্রস্তর স্থাপন ও  পাইলিংয়ের কাজ শুরু করা হয়েছে।

নগরকান্দা পৌর সদরের বাজারের পাশেই অবস্থিত মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা।যেখানে নুরানি থেকে দাওরায়ে হাদিস তথা মাস্টার্স শ্রেণি পর্যন্ত পাঠ দান করা হয়। রয়েছে এতিমখানাও। সবমিলিয়ে প্রায় দুই হাজার ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করে। যার বেশিরভাগই আবাসিক ছাত্র। জেলার অন্যতম বৃহৎ হেফজখানাও এটি। ১৯৯১ সালে মাত্র ২০ শতাংশ জমির উপরে প্রতিষ্ঠিত মাদ্রাসাটি এখন কালে কালে বেড়ে দাড়িয়েছে ৬ একরেরও বেশি। এর মধ্যে ১ একর ১০ শতাংশ জমির উপরে নির্মিত হচ্ছে এই বাবরি মসজিদ।

সংশ্লিষ্টরা জানান, মাদ্রাসাটি প্রতিষ্ঠার পরে সেখানে একটি জামে মসজিদও নির্মাণ করা হয়।তবে এই মসজিদে এখন নামাজের ওয়াক্তে মুসুল্লিদের সংকুলান হচ্ছেনা। এর ফলে হেফজখানার ছাত্রদের তাদের শ্রেণিকক্ষেই আলাদা জামাতে নামাজ আদায় করতে হয়।

মাদ্রাসার শিক্ষা সচিব  পীর সাহেব মুফতি ইসমাতুল্লাহ কাসেমী বলেন, আমাদের পরিবারের হাত ধরে তিল তিল করে গড়ে ওঠা মাদ্রাসাটি আজ দেশ বাসীর কাছে একটি সুনামের প্রতিষ্ঠানে রুপ নিয়েছে। আমাদের মাদ্রাসা থেকে হাফেজিতে এবছর মেধার তালিকায় দেশের প্রথম হয়েছেন। আমাদের মাদ্রাসাটি কওমী মাদ্রাসা বোর্ডের আন্ডারে চলে। এখন আমাদের নিজস্ব পরিক্ষা কেন্দ্র হয়েছে। যদিও মাদ্রাসার ব্যায় বহনে আমাদের হিমশিম খেতে হয়।

তিনি বলেন, আমাদের মাদ্রসায় একশোর বেশি এতিম শিক্ষার্থী আছে।এছাড়াও প্রায় ৮ শত নারী শিক্ষার্থী ও ১ হাজারের বেশি পুরুষ শিক্ষার্থী পড়ালেখা করে। আমাদের প্রায় ৮ শথএর বেশি আবাসিক ব্যবস্থা আছে যা এখন সংকুলান করতে সংকটে পড়তে হচ্ছে। আমাদের দুটি তিন তলা ভবনে এখন ধারন করতে সমস্যা হওয়ায় কিছু ছাত্র মসজিদে গিয়ে থাকতে হয়। আমাদের প্রতিষ্ঠানটি আল্লাহর রহমতে ও মানুষের দান-সদগাতে চলে থাকে। আমরা আপনাদের মাঝে আরো সহযোগীতার হাত বাড়িয়ে দিতে বৃত্তবানদের প্রতি অনুররোধ জানাচ্ছি।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম আল্লামা কারামত আলী বলেন, আমাদের নিজস্ব একটি মসজিদ ভবন আছে সেখানে জায়গায় সংকুলান হয় না। গত বছর আমরা সিদ্ধান্ত নেই নতুন একটি মসজিদ তৈরি করার। সেখান থেকেই একটি পরিকল্পনা মাথায় আসে মসজিদটি আল্লাহরিইবাদতে একটি অনন্য দৃষ্টান্ত হিসেবে রুদ দেবার।

তিনি বলেন নকশা করা হয় ৭ তলা বিশিষ্ট মসজিদের। নাম দেওয়া হয় নগরকান্দা বাবরি মসজিদ।যেহেতু বাবরি মসজিদের একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। ডিজাইন তৈরি করার পর মসজিদ নির্মানে প্রাথমিক ব্যায় নিরুপন করা হয় প্রায় ৪০ কোটি টাকা। যা আমাদের একার পক্ষে করা সম্ভব নয়।

তিনি বলেন, সদগায়ে জারিয়া হিসেবে আমাদের মসজিদ নির্মানে দেশে ও বিদেশের বৃত্তবানদের প্রতি আহবান জানানো হলো আপনারা আপনাদের সাধ্যমত এই নগরকান্দা বাবরি মসজিদটি নির্মানে সহযোগীতা করার।তিনি বলেন, আমাদের দুটি বিকাশ নাম্বার-০১৭৮৪-২৪৮০৮২ এবং ০১৭১৬-৯২১১০৪ টাকা পাঠিয়ে সহায়তা করা আহবান জানানো হলো । এছাড়াও ইসলামি ব্যাংক, নগরকান্দা শাখা ফরিদপুর এরা এ্যাকাউন্ট নাম্বার ২০৫০৭৭৭০২৯০৮৪৪৭০৩ এ নাম্বারে টাকা পাঠানোর অনুরোধ করা হলো।