মাহবুব পিয়াল, ফরিদপুরঃ ফরিদপুরের নগরকান্দায় সাড়ে ১৮ কোটি টাকা ব্যয়ে ৯৯ মিটার দৈর্ঘ্য এবং ১০.২৫ মিটার প্রস্থের আরসিসি সেতু নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
শনিবার বিকালে উপজেলা সদরের কুমার নদে নগরকান্দাবাসীর দীর্ঘদিনের দাবী বহুল আলোচিত এ সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ফরিদপুর–২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক, নগরকান্দা থানার ওসি মিরাজ হোসেন, ফরিদপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইমরান ফারহান সহ স্থানীয় গণ্যমান্য রাজনৈতিক নেতৃবৃন্দ।
ভিত্তি প্রস্তর স্থাপনকালে সংসদ সদস্য শাহাদাব আকবর লাবু চৌধুরী বলেন, শেখ হাসিনা মানেই উন্নয়ন, আওয়ামী লীগ মানেই উন্নয়ন। তিনি বলেন, এই এলাকার মানুষের কথা চিন্তা করে আমার মা সৈয়দা সাজেদা চৌধুরী নব্বইয়ের দশকে বেইলি ব্রিজটি নির্মাণ করেছিলেন। পরবর্তীতে এলাকার মানুষের দাবি দাওয়ার কথা চিন্তা করে নতুন করে আরসিসি ব্রিজের নির্মাণ কাজ শুরু করা হলো। এই উন্নয়নের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত আরো শক্তিশালী হবে।