ফরিদপুরের নথর্চ্যানেল ইউনিয়নের কবিরপুর চরে সলিউশন ফর হেলথ এন্ড স্যানিটাইজেশন এর উদ্যোগে শুক্রবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে ঔষুধ, খাবার স্যালাইন, সাবান, মাক্স এবং হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হয়। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আর, এম, ও ডঃ আসাদুল্লাহ সুমন ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ই, এম, ও ডাঃ করিম জাওয়াদুল উপস্থিত থেকে বিনা মুল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।
এ সময় সলিউশন ফর হেলথ এন্ড স্যানিটাইজেশন এর চেয়ারম্যান ফারজানা হোসেন মৃদুলা, ভাইস চেয়ারম্যান জুয়েল রয়, জেনারেল সেক্রেটারি মীর জামিল উদ্দিন, ডিরেক্টর সুস্মিতা সরকার, বাদল রায়, তুরাগ ইসলাম, ইয়ারমিয়া হোসেন লাম, এস এম শহীদুল হাসান ও তাসনীম তাজরীন ঐশী উপস্থিত ছিলেন । দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে ২৫০ জন রোগীকে চিকিৎসা সেবা ও ঔষুধ প্রদান করা হয়।