বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩২ পূর্বাহ্ন
১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ শরৎকাল, ১২ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ফরিদপুরের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার “ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণ” প্রকল্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক

মেহেদী হাসান রাসেল
  • Update Time : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ১৫৩ Time View

মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার “ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণ” প্রকল্পের নির্মাণাধীন ঘরের কাজ তদারকি ও পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক শামীম আহমেদ।

সোমবার ফরিদপুর জেলার চারটি উপজেলার বিভিন্ন স্থানে গিয়ে প্রকল্পের নির্মাণাধীন ঘরের কাজ তদারকি করেন তিনি। একইসঙ্গে সুবিধাভোগীদের সঙ্গে কথা বলেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক শামীম আহমেদ বলেন, গৃহহীনদের জন্য নেওয়া এই প্রকল্পের প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ নজর রয়েছে। তিনি প্রকল্পের অগ্রগতি ও সুবিধাভোগীদের বিষয়ে খোঁজ খবর নেন। এজন্য প্রকৃত গৃহহীনদের মাঝে সরকারি এই সুবিধা দিতে হবে।

তিনি প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন, ঘর নির্মাণে কোনো প্রকার অনিয়মন মেনে নেওয়া হবে না।

এ সময় উস্থিতি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক আসলাম মোল্লা, বোয়ালমারীর উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন মুশা মিয়া, আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদ হাসান, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রেজা, ঝোটন চন্দ,তৌহিদ এলাহী, মনোয়ার হোসেন প্রমুথ।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জানান, উপজেলা প্রশাসন কর্তৃক বাস্তবায়নাধীন এসব ঘর করতে সবমিলিয়ে খরচ হচ্ছে প্রায় ২৫ কোটি ৭২ লাখ ৫০ হাজার টাকা। প্রতিটি ঘরের জন্য বরাদ্দ ১ লাখ ৭৫ হাজার টাকা। এই টাকায় তাদের জন্য ২০ ফুট বাই ২২ ফুট প্রস্থের ঘরে রয়েছে দু’টি কক্ষ, একটি রান্না ঘর, টয়লেট ও সামনে খোলা বারান্দা। এই প্রকল্পের আওতায় গৃহহীনদের জন্য ফরিদপুর সদর উপজেলায় ২৯২টি, ভাঙ্গায় ২৫০টি, আলফাডাঙ্গায় ২২০টি, সদরপুরে ১৭৮টি, চরভদ্রাসনে ১৫০টি, মধুখালীতে ১৪৮টি, নগরকান্দায় ১০৫টি, বোয়ালমারীতে ৯২টি ও সালথা উপজেলায় ৩৫টি ঘর নির্মাণ করা হচ্ছে।

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102