বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৬ অপরাহ্ন
২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ হেমন্তকাল, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
ব্রেকিং নিউজ
বিশ্বের ৪৬তম ক্ষমতাধর নারী শেখ হাসিনা; ফোর্বসের প্রতিবেদন আওয়ামী লীগ সরকার দেশে সবসময় গণতন্ত্র, সংবিধান, আইনের শাসন ও মানবাধিকার সমুন্নত রাখতে অঙ্গীকারবদ্ধ অবরুদ্ধ গাজা ভূখণ্ডের একটি স্কুলে আবারও ইসরায়েলি হামলা, নিহত ২৫ ঘূর্ণিঝড় মিগজাউমের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে ভারতের দক্ষিণাঞ্চল; মৃত্যু বেড়ে ১৭ দ্বিতীয় দিনের মতো ইসিতে চলছে আপিল কার্যক্রম নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী টেস্ট ম্যাচে টস ভাগ্যে জিতেছে বাংলাদেশ নেতা-কর্মীদের সাথে দেখা বৃহস্পতিবার টুঙ্গিপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক বুধবার দিনটি আপনার কেমন যাবে থার্টি ফার্স্ট নাইটে উন্মুক্ত স্থানে অনুষ্ঠানের অনুমতি দেয়া হবে না

ফরিদপুরের বিশিষ্ট শিল্পপতি হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদ (আইসিসি) বাংলাদেশের সহসভাপতি নির্বাচিত হয়েছেন

অনলাইন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৮৩ Time View
হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদ (ক্রেস্ট গ্রহন কালে, ফাইল ছবি)

হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদ আন্তর্জাতিক বাণিজ্য সংগঠন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের সহসভাপতি নির্বাচিত হয়েছেন। সোমবার অনুষ্ঠিত আইসিসি বাংলাদেশের নির্বাহী বোর্ডের বৈঠকে দেশের এই বিশিষ্ট ব্যবসায়ীকে সহসভাপতি নির্বাচিত করা হয়।

গত বছরের ১ জুলাই ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা লতিফুর রহমানের মৃত্যুতে আইসিসিবির সহসভাপতি পদটি শূন্য হয়। এ. কে. আজাদ এর আগে এ সংগঠনের নির্বাহী বোর্ডের সদস্য ছিলেন।

১৯৮৪ সালে এ. কে. আজাদের উদ্যোগে হা-মীম গ্রুপের যাত্রা শুরু হয়। হা-মীম গ্রুপ দেশের শীর্ষস্থানীয় তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক প্রতিষ্ঠান। বিশ্বের বিভিন্ন দেশের নামকরা ও বড় ব্র্যান্ডের পোশাক তৈরি হয় হা-মীম গ্রুপের বিভিন্ন কোম্পানিতে। এই গ্রুপের অধীনে বর্তমানে ২৬টি পোশাক কারখানায় রয়েছে ৩০০ প্রোডাকশন লাইন। রয়েছে সাতটি ওয়াশিং প্লান্ট। প্রতি মাসে ৭০ লাখ পিস পোশাক তৈরির সক্ষমতা রাখে হা-মীম গ্রুপের কারখানাগুলো।

এ. কে. আজাদ এর আগে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নেতৃত্ব দেন। তিনি একাধিক মেয়াদে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি বর্তমানে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক।

আইসিসি বিশ্বের ১৩৪টি দেশে ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করছে। আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য বিধিবিধান প্রণয়ন, সমস্যা ও সম্ভাবনা বিষয়ে সরকারগুলোকে ধারণা দেওয়াসহ বিভিন্ন কাজ করে থাকে সংগঠনটি। ২০১৬ সালে সংগঠনটি জাতিসংঘের সাধারণ পরিষদে পর্যবেক্ষকের স্বীকৃতি পায়। বাংলাদেশে এর যাত্রা শুরু হয় ১৯৯৪ সালে।

বর্তমানে আইসিসিবির সভাপতির দায়িত্ব পালন করছেন ইটিবিএল হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুর রহমান। মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রোকেয়া আফজাল রহমান আরেকজন সহসভাপতি।

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102