সারাদেশের ৫০ টির মধ্যে ফরিদপুরে দুইটি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে ভিডিও কনফারেন্সে মসজিদের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মসজিদ দুইটি হলো ফরিদপুরের ভাঙা ও নগরকান্দা উপজেলায় ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান শাহদাত হোসেন, নগরকান্দা উপজেলা চেয়ারম্যান সরকার মনিরুজ্জামান, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন , সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান , থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জিয়ারুল ইসলাম , উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকরামুজ্জান রাজাসহ বিভিন্ন মসজিদের ইমামগনসহ সরকারি বিভিন্ন পযায়ের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ।
প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে এই মসজিদ দুইটি নির্মাণ করা হয় । এছাড়াও জেলায় নয় উপজেলাতে একই ভাবে মডেল মসজিদের নির্মাণ কাজ চলছে।