ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বালিয়াহাটি বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় আজ সকালে ট্রাকের ধাক্কায় লিটন মাতুব্বর(৩০) নামে এক শবজি ব্যাবসায়ী নিহত হয়েছে। নিহত লিটন মাতুব্বর ভাঙ্গা উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের দোপপাসা গ্রামের মৃত নুরুদ্দীন মাতুব্বর এর ছেলে। সকালে চন্দ্রপাড়া বাজার থেকে ভ্যান যোগে লিটন বালিয়াহাটি বাজারে আসতে ছিল।এসময় বিপরীতে দিক থেকে বালু বহনের জন্য আসা একটি ড্রাম ট্রাক লিটনের ভ্যানগাড়িটিকে ধাক্কা দিলে লিটন ছিটকে রাস্তায় পড়ে যায়। এতে মাথায় প্রচন্ড আঘাত পাওয়ায় ঘটনাস্থলেই লিটনের মৃত্যু হয়। ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থলে এসে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।