ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ভাংগা বাজার থানা রোডে ৫৫নং সদরদী মৌজায় সরকারি জমিতে অবৈধ দখলদারদের স্থাপনা উচ্ছেদ করে দখলমুক্ত করছে প্রশাসন ।
১৩ই ডিসেম্বর রবিবার দুপুর ১২টায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দবির উদ্দিন উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট দবির উদ্দিন এই প্রতিবেদককে জানান ভাঙ্গা থানা রোডে ৫৫নং সদরদী মৌজায় ১নং খতিয়ানের এসএ ৪২৩ ও ৪২৪ এবং বিএস ১৮৫২ ও ১৮৫৩ নং দাগে ১৮ শতাংশ সরকারী জমি অবৈধ দখলদারদের কবল থেকে স্থাপনা উচ্ছেদ করে দখলমুক্ত করা হয়েছে। এবিষয়ে অবৈধ দখলদারদের পূর্বেই নোটিশ দিয়ে অবহিত করা হয়েছে।
ফরিদপুর পুলিশ লাইনের একটি টিম ও ভাঙ্গা থানা পুলিশের একটি টিম এবং উপজেলা ব্যাটালিয়ান আনসার বাহিনীর একটি টিম সহযোগিতা করেন। উপজেলা ভুমি অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অন্যদিকে প্রস্তাবিত রেল স্থাপনের লক্ষ্যে অধিগ্রহনকৃত ভুমির মূল্য নিয়মতান্ত্রিকভাবে পরিশোধ ও মূল্য পরিশোধের আগে দখলে না নেয়ার দাবীতে মানববন্ধন করেছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ৭২ নং সাউতিকান্দার ক্ষতিগ্রস্তরা। বেলা ১০টা থেকে ১১টা পর্যন্ত কয়েকশত মানুষ মানববন্ধন করে নিয়ম বহির্ভুতভাবে বাড়ীঘর ভাংচুর করা হয়েছে দাবী করে প্রতিবাদ জানায়।
তাদের দাবী, রেল নির্মানে দ্বিতীয় পর্যায়ে ভুমি অধিগ্রহনের প্রথম দফা নোটিশ প্রদান করা হলেও পরবর্তীতে আর কোনো নোটিশ না দিয়ে ১১ ডিসেম্বর আকষ্মিকভাবে বুলডোজার দিয়ে বাড়ীঘরসহ বিভিন্ন ধরনের স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। এতে তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
মানববন্ধনে ক্ষতিগ্রস্তদের পক্ষে শহিদুল ইসলাম, মিজানুর রহমান, শাহজহান শেখ প্রমূখ বক্তব্য রাখেন।