ফরিদপুরের মধুখালীতে পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় দুই নারী নিহত হয়েছে। রবিবার (০৭, ফেব্রুয়ারি) বিকেলে সোয়া ৩টার দিকে মধুখালির ব্রাক্ষণকান্দা বাজার এলাকায় এবং তিনটার দিকে আয়েনউদ্দিন সরকারি কলেজের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দূর্ঘটনা দুটি ঘটে।
নিহত ঔই দুই নারীর মধ্যে একজন গৃহবধূ ও অপরজন তরুণী। নিহতরা হলেন কামালদিয়া ইউনিয়নের টাকদিয়া গ্রামের আবুল শেখের স্ত্রী ভানু বেগম (৫০) ও রায়পুর ইউনিয়নের দীঘলিয়া গ্রামের আবুল কালাম আজাদের মেয়ে তানিয়া (২০)।
গতকাল বিকেল সোয়া ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার ব্রাক্ষনকান্দা বাজার এলাকায় সড়ক পরা পারের সময় দ্রুতগামী হানিফ পরিবহনের একিট বাস ভানু বেগমকে চাপা দিলে ঘটনা স্থলেই মারা যান তিনি।
অপরদিকে বিকেল ৩টার দিকে উপজেলার সরকারী আইনউদ্দিন কলেজের সামনে এক মোটরসাইকেল থেক তানিয়া সড়কে পড়ে গেলে ঘটনাস্থলে তিনি মারা যান। স্থানীয় সূত্রে জানা যায় তানিয়া তার দুলাভাইয়ের মোটরসাইকেলে করে মধুখালীতে মামা বাড়ীতে যাচ্ছিলেন।