ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড়ে আজ ১৯শে ফেব্রুয়ারি রাত আনুমানিক ০১:০০টার দিকে এসপি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও মালবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
দূঘটনায় ট্রাকের ড্রাইভার মারাত্মকভাবে আহত হলেও বাসের যাত্রী সহ ড্রাইভার, হেলপার সুস্থ আছে। দূঘটনায় বাসের যাত্রী কেউ গুরুতর আহত হয়নি। ফরিদপুর জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত দূঘটনা স্থলে পৌছে। ট্রাকের চালকে কে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফরিদপুর হাইওয়ে পুলিশ ট্রাকটি আটক করেছে।