বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৪ পূর্বাহ্ন
১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ শরৎকাল, ১২ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ফরিদপুরের সদরপুরে নিক্সন চৌধুরী ও কাজী জাফরউল্যা সমর্থকরা মুখোমুখি, আওয়ামী লীগ কার্যালয়ে দুই পক্ষের পাল্টা-পাল্টি তালা

মাহবুব পিয়াল
  • Update Time : শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১
  • ৩০৪ Time View

ফরিদপুরের সদরপুরে দলীয় কার্যালয়ে পাল্টা-পাল্টি তালা দিয়েছে আওয়ামী লীগের বিবাদমান দুটি পক্ষ। শুক্রবার সকাল ৫টার এবং এবং সকাল ১০টার দিকে এ ঘটনা দুটি ঘটে।

সদরপুর আওয়ামী লীগ, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের সাবেক সাংসদ কাজী জাফরউল্যা ও যুবলীগের সভাপতিমন্ডলীর সদস্য ও ফরিদপুর-৪ আসনের বর্তমান সাংসদ মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের নেতৃত্বে বিভক্ত।

সদরপুর উপজেলা আওয়ামী লীগ কায়ালয়টি উপজেলার সদরে সদরপুর স্টেডিয়ামের পাশে অবস্থিত। এ কার্যালয়টি শুরুতে কাজী জাফরউল্যার অনুসারীদের নিয়ন্ত্রনে ছিল।তবে স্বতন্ত্র সাংসদ মুজিবুর রহমান নিক্সন চৌধুরী যুবলীগের সভাপতিমন্ডলীর সদস্য নির্বাচিত হওয়ার পর তার অনুসারীরা ওই কার্যালয়ে তালা ভেঙ্গে ভিতরে ঢুকে কাজী জাফরউল্যার ছবি ভাংচুর করে ওই ভবনটি দখল করে নেয়।

 

শুক্রবার সকাল সাতটার দিকে কাজী জাফরউল্যার অনুসারীরা দলীয় কার্যালয়ের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে সাংসদ নিক্সন চৌধুরীর ছবিটি অপসারন করে এবং নতুন একটি তালা কার্যালয়ের মূল ফটকে ঝুলিয়ে দেয়।একাজে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগের সম্পাদক মোহাম্মদ আশরাফুল।

এদিকে এ ঘটনার তিন ঘণ্টা পর নিক্সন চৌধুরীর সমর্থক উপজেলা আওয়ামী লিগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শফিকুর রহমান নেতৃত্ব দিয়ে উপজেলা সদরে প্রতিবাদ মিছিল বের করে। তারা দলীয় কার্যালয়ে গিয়ে জাফরউল্যা পন্থীদের তালা ভেঙ্গে ভিতরে ঢোকেন এবং পরে নতুন আর একটি তালা মেরে চলে আসেন।

 

এ প্রসঙ্গে কাজী শফিকুর রহমান বলেন কিছু ফালতু লোক ভোর পাঁচটা সাড়ে পাঁচটার দিকে কার্যালযের তালা ভেঙ্গে সাংসদ নিক্সন চৌধুরীর ছবি নিয়ে যায় এবং নতুন তালা মেরে দেয়। পরে এ ঘটনা জানার পর আমরা প্রতিবাদ মিছিল করি এবং কার্যালয়ে নতুন তালা লাগিয়ে দে্‌ই। তিনি বলেন এ ব্যাপারে সদরপুর থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।কাজী জাফরউল্যা পন্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু আলম রেজা বলেন, ছাত্রলীগের ছেলেরা উপজেলা আওয়ামী লীগের কার্যালয় আগের অবস্থায় ফিরিয়ে নেয়ার চেষ্টা করেছিল। পরবর্তিতে কাজী শফিকুর রহমান ওই কার্যালয় দখল করে এবং তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম তুহিন আলী বলেন, সাংসদের বিরোধী অংশ ভোরে দলীয় কার্যালয়ে গিয়ে সাংসদের ছবি নিয়ে যায়। এব্যাপারে সাংসদ পন্থীরা একটি অভিযোগ দিয়েছেন।

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102