অপহরনের তিনদিন পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের দুলাল মাতুব্বরের ডাঙ্গী গ্রামের রহিম বেপরীর শিশু পুত্র রোমান বেপারী (৪)। শিশু পুত্রকে না পেয়ে তার বাবা-মা এখন দিশেহারা হয়ে পড়েছেন। এদিকে, সদরপুর থানা পুলিশ রহিম শেখ (৫০), আকবর (২৫) ও সজল (১৮) নামের তিন জনকে জিঞ্জাসাবাদের জন্য আটক করেছে।
শিশুটির বাবা আব্দুর রহিম বেপারী জানান, আমি ঢাকায় দর্জির কাজ করি। গত ৪ ফেব্রুয়ারী বৃহস্পতিবার আমার শাশুরীর মৃত্যুর সংবাদ শুনে গ্রামে আসি। পরে আমি আমার স্ত্রী ও সন্তান নিয়ে চরবালিশা ওয়াজউদ্দিন মাতুব্বরের ডাঙ্গী গ্রামে শ্বশুর বাড়ীতে যাই। গত শুক্রবার বিকালে আমার শিশু পুত্র রোমান বেপারীকে চিপস দেবার কথা বলে মনোয়ারা বেগম, আনোয়ারা বেগম ও নাসিমা বেগম নামের তিন মহিলা একটি অটোবাইক করে অপপহরণ করে নিয়ে যায়। স্থানীয়রা এ বিষয়টি আমাকে জানালে আমি সদরপুর থানায় গিয়ে অভিযোগ করি। তিন দিনেও শিশুটি উদ্ধার না হওয়ায় তার বাবা মা পাগলের মতো হন্যে হয়ে খুজছে।