কি অপরাধ করেছিল অবুঝ শিশু রোমান বেপারী, শেষ পর্যন্ত অপহরনের পাঁচদিন পর মঙ্গলবার সকালে আড়িয়াল খাঁ নদের তীরের ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করল থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের দুলাল মাতুব্বরের ডাঙ্গী গ্রামে। শিশু রোমানের লাশটি পেয়ে তার মা-বাবা ও স্বজনদের আহাজারিতে এলাকার আকাশ-বাতাশ ভারী হয়ে উঠেছে। উক্ত ঘটনা স্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার ভাংগা সার্কেল ফাহিম কাদের চৌধুরী, সদরপুর থানা অফিসার ইনচার্জ এস এম তুহিন আলী। পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করেছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত সদরপুর থানায় একিট হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য গত ৫ ফেব্রুয়ারী শুক্রবার বিকেলে শিশু রোমান বেপারীকে চিপস দেবার কথা বলে মনোয়ারা বেগম, আনোয়ারা বেগম ও নাসিমা বেগম নামে তিন মহিলা একিট অটোবাইকে করে অপহরন করে নিয়ে যায় বলে রোমানের পিতা রহিম বেপারী জানান।