ফরিদপুরের সদর উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। আজ মঙ্গলবার সকাল থেকে সদর উপজেলার ৫টি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। এসময় কোনো কাগজপত্র না থাকায় মন্ডল ব্রিকস নামের দুইটি ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়া আরো ৪টি ইটভাটায় অভিযান চালিয়ে নানা অনিময় থাকায় জরিমানা করা হয়। অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এ এইচ এম রাশেদ, ঢাকা পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট মো. সাদেকুর রহমান সবুজ উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তরের এ অভিযানে সহযোগিতা করে র্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস। পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এ এইচ এম রাশেদ জানান, ফরিদপুর জেলায় বিভিন্ন অবৈধ ইটভাটা রয়েছে। এসব ইটভাটা অনিয়ম ও অবৈধভাবে চলছিল। বিভিন্ন সময় তাদের সতর্ক করা হয়। আজ থেকে শুরু হওয়া এ অভিযান অব্যাহত থাকবে।