ফরিদপুরে করোনা টিকা কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে ফরিদপুর জেনারেল হাসপাতালে এর উদ্বোধন করেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার।
উদ্বোধনী দিনে সিনিয়র স্টাফ নার্স ফাতেমা বেগম ও ডাক্তার অনন্ত কুমার বিশ্বাসের করণা টিকা নেবার মধ্য দিয়ে এ কর্মসূচির শুভ সুচনা হয়।
সিনিয়র স্টাফ নার্স ফাতেমা বেগম
ফরিদপুরে সিভিল সার্জন সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার আলিমুজ্জামান বিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শামসুল হক ভোলা, অনুষ্ঠান সঞ্চালনা করেন ডাক্তার তানভীর জুবায়ের।
জেলা প্রশাসক অতুল সরকার এবং পুলিশ সুপার আলিমুজ্জামান বিপিএম
বিএম এর সভাপতি ডক্টর আসম জাহাঙ্গীর চৌধুরী টিটু,
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা নির্বাহী অফিসার মাসুম রেজা, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, বিএম এর সভাপতি ডক্টর আসম জাহাঙ্গীর চৌধুরী টিটু, স্বাচিপের সভাপতি আব্দুল জলিল মিয়া, ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার মোস্তাফিজুর রহমান মোহাম্মদ সাইফুর রহমান পরিচালক ফরিদপুর মেডিকেল কলেজ প্রমূখ।
জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক জনাব মোঃ বজলুর রশীদ খান
সভায় জেলা প্রশাসক অতুল সরকার তার বক্তব্যে বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্ব না হলে আমরা করণা ভ্যাকসিনেশনের আওতায় আসতে পারতাম না। বিশ্বের মাত্র ৩০-৩৫ টি দেশ এ কর্মসূচির আওতায় এসেছে। আজকে স্বাস্থ্যমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, প্রধান বিচারপতি সবাই এ টিকা নিচ্ছেন। এটিকা নিয়ে যে অপপ্রচার চলছে তাতে কান দেবেন না। তিনি করোনা মহাযুদ্ধে আমরা সবাই কাজ করেছি কিন্তু মূল কাজটি করেছেন আমাদের চিকিৎসক ও নার্সরা।
তিনি এই কার্য ক্রমের সফলতা কামনা করেন এবং কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। এরপর সিনিয়র স্টাফ নার্স ফাতেমা বেগম ও এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক অনন্ত কুমার বিশ্বাসকে করণা টিকা প্রদানের মাধ্যমে এ কার্যক্রমে শুভসূচনা ঘোষণা হয়।
এই টিকা কার্যক্রম ফরিদপুর জেনারেল হাসপাতাল, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং ফরিদপুর পুলিশ হাসপাতালে প্রতিদিন সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রদান করা হবে।