খোন্দকার ইয়াকুব আলী : স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের কারনে দেশের গণতন্ত্র হারিয়ে ফেলে ছিল।এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ফরিদপুর জেলা বিএনপির উদ্যোগে আজ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিভাগীয় শোভাযাত্রার আয়োজন করা হয়।
এই শোভাযাত্রার আগে তারা সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে করে।উক্ত সমাবেশ ও শোভাযাত্রার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য আলহাজ্ব জহুরুল হক শাহাজাদা মিয়া, বিশেষ অতিথি কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক , বিশেষ অতিথি কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, বিশেষ অতিথি কেন্দ্রীয় মহিলা দল ঢাকা উত্তরের আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ,বিশেষ অতিথি ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদ্দারেছ আলী ঈসা, বিভাগীয় শোভাযাত্রার সভাপতিত্ব করেন ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইউম জঙ্গি। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন ও মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ।
এখানে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়া পিংকু,মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ বি সিদ্দিকী মিতুল, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম টি আক্তার টুটুল, ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন রাজিব, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন,কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হোসেন মুরাদ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান সহিদ, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক বি এম নাহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েসসহ বিএনপি, যুবদল,কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জননেতা তারেক রহমানের কথা তুলে ধরেন ,“সংস্কার কার্যক্রমের পথ ধরে নির্বাচনী রোডম্যাপে উঠবে দেশ। সুতরাং, আসুন, আমরা সবাই কাজের মাধ্যমে জনগণের বিশ্বাস ভালোবাসা অর্জন করি। জনগণের সঙ্গে থাকি। জনগণকে সঙ্গে রাখি।”