ফরিদপুরের বিশিষ্ট ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান ইসলামিক মিশন ও এতিমখানার ৩০তম বাৎসরিক ওয়াজ মাহফিল রবিবার রাতে সদর উপজেলার গদাধরডাঙ্গী ইসলামিক মিশন প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
ইসলামিক মিশন ও এতিমখানার সাধারন সম্পাদক মো: হায়দার আলী জানান, রাত ৮টায় শুরু হওয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার। ইসলামিক মিশন ও এতিমখানার সভাপতি ও কৈজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহাম্মদ ইকু মিয়ার সভাপতিত্বে ওয়াজ মাহফিলের প্রধান বক্তা হিসেবে বয়ান করেন উদীয়মান তরুন বক্তা হাফেজ মাওলানা আরিফ বিল্লাহ। পরে মাওলানা মুফতী মো: সাইফুল্লাহ (ফরিদী), হাফেজ মাওলানা সিরাজুল ইসলাম (সিরাজী) বয়ান করেন। মাহফিল শেষে ১৯৮৮ সাল হইতে ইসলামিক মিশন ও এতিমখানার মাদ্রাসায় যারা সহযোগিতা করছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।