ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের প্রতান্ত চরাঞ্চাল কবিরপুর এলাকায় RMTP প্রকল্পের আওতায় “চরাঞ্চলে ইকোলজিক্যাল ফার্মিং পদ্ধতিতে নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের “কুমড়ার বড়ি উৎপাদন কার্যক্রম “অনুদান সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার(১০ মার্চ) সকালে আমরা কাজ করি-একেকের প্রধান কার্যালয়ে উদ্যোক্তাদের মাঝে অনুদান তুলে দেয়া হয়। প্রকল্পটি আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) ও ড্যানিডার অর্থায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-আর্থিক ও কারিগরি সহযোগিতায় বাস্তবায়ন করছে বেসরকারী উন্ন সংস্থা -আমরা কাজ করি-একেকে ।
অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একেকের নির্বাহী পরিচালক এম এ জলিল। এ সময় একেকের ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর এম এ কুদ্দুস মিয়া, এভিসিএফ মো: আল আমিন, প্রোগ্রাম ডিরেক্টর রাশেদুজ্জামান মিরাজ, উদ্যোক্তা মোঃ আবুল হোসেন,নাছিমা বেগম,সীমা আক্তারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি একেকের নির্বাহী পরিচালক এম এ জলিল বলেন,চরাঞ্চলে অবহেলিত জনগণ তারা বর্তমান সময়ে অনেক পিছিয়ে আছে তাই নতুন উদ্যোক্তা সৃষ্টি করে তাদেরকে বিভিন্ন কাজের মাধ্যমে আর্থিক ভাবে স্বাবলম্বী করে গড়ে তোলাই প্রকল্পের মূল উদ্যেশ্য। উদ্যোক্তারা যাতে স্বাস্থ্য সম্মত কুমড়ার বড়ি উৎপাদন করে বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করে তাদের বেকারত্ব দুর করতে পারে সেই আশাবাদ ব্যক্ত করেন।