ফরিদপুর শহরের কমলাপুর এলাকা নিবাসী মরহুম শেখ শাহাবুদ্দিন আউলিয়া শাহা পাগলা’র একমাত্র সন্তান আব্দুল কুদ্দুস বাতাস ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্রাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৫৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার কন্যাসহ বহু ভক্তবৃন্দ রেখে গেছেন।আগামীকাল ৯ ফেব্রুয়ারী মঙ্গলবার বাদ জহুর শেখ শাহাবুদ্দিন জামে মসজিদ প্রাঙ্গনে তার নামাজে জানাজা অনুষ্টিত হবে। পরে মাজার প্রাঙ্গনে তার পিতা মরহুম শেখ শাহাবুদ্দিন আউলিয়া শাহা পাগলা’র কবরের পাশে দাফন করা হবে। এদিকে আব্দুল কুদ্দুস বাতাসের ইন্তেকালের খবরে তার ভক্তদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
আব্দুল কুদ্দুস বাতাসের ইন্তেকালে “উঠোন” সম্পাদক মফিজ ইমাম মিলন, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের ফরিদপুর জেলা শাখার সাধারন সম্পাদক মাহবুব হোসেন পিয়াল গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বিবৃতিতে তারা মরহুমের আত্ম্রার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভির সমবেদনা প্রকাশ করেছেন।