ফরিদপুরে ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন ৮ এর অফার উপলক্ষে রোড শো অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শহরেরর গোয়ালচামট ওয়ালটন প্লাজার সামনে থেকে রোড শোটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার একই স্থানে শেষ হয়।
রোড শোটির উদ্ভোধন করেন ফরিদপুরের জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব শামসুল হক ভোলা মাষ্টার। এ সময় ফরিদপুর জোনের এরিয়া ম্যানেজার আবু নাসের প্রধান, ফরিদপুর ওয়ালটন প্লাজার ম্যানেজার শরীফুল ইসলাম, ওয়ালটন নীলটুলি শাখার ম্যানেজার দুলাল মিয়া, ওয়ালটন কানাইপুর শাখার ম্যানেজার হাফিজুর রহমান, ওয়ালটন ভায়না মোড় মাগুরা শাখার ম্যানেজার শামীম আল মামুন, ওয়ালটন মাগুরা শাখার ম্যানেজার অমিত কুমার সাহা সহ ওয়ালটন প্লাজার সকল ষ্টার্ফ ও ডিলার বৃন্দ।
এর আগে ডিজিটাল ক্যাম্পেইন সিজন ৮এর আওতায় বিজয়ী ফ্রিজ ক্রেতা কাজী ইনরামুল হক এর হাতে পুরস্কার হিসেবে দেড় লাখ টাকার পুরস্কার তুলে দেন আগত অতিথিরা।