মাহবুব পিয়াল,ফরিদপুর : ফরিদপুরে বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবি আসাদ চৌধুরীর স্মরণে এক স্মরণ সভা অনুষ্টিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় শহরের দৈনিক সমকাল কার্যালয়ে স্মরণ সভার আয়োজন করে ফরিদপুর সাহিত্য পরিষদ ও সমকাল সুহৃদ । ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক আলতাফ হোসেনের সভাপতিত্বে স্মরণ সভায় কবি আসাদ চৌধুরীকে স্মৃতি চারন করে বক্তব্য দেন উঠোন সম্পাদক মফিজ ইমাম মিলন,কবি শামিম আরা বেগম,অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, মৃণাল সেণ চলচ্চিত্র চর্চা কেন্দ্রের সাধারন সম্পাদক মৃর্ধা রেজাউল করীম, লেখক ও নাট্যকার ম.আহম্মেদ নিজাম, সমকাল সুহৃদের সঞ্জয় ভট্রাচার্য,আবরার ইতু,আফসানা মিম।
কবিতা পাঠ করেন কবি রওশন আরা, কবি আব্দুর রাজ্জাক রাজা,কবি শাকেরা আহমেদ কবি রিতু ভট্রাচার্য সহ অন্যানরা।
স্মরণ সভায় বক্তরা বলেন,ষাটের দশকের কবিতা আন্দোলনের কীর্তিমান ব্যক্তিত্ব আসাদ চৌধুরী তাঁর কবিতায় স্মরণীয় হয়ে থাকবেন ।