বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মরণে রবিবার বিকালে ফরিদপরের সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে লক্ষিদাসের হাটে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক ও চৌধুরী কামাল ইবনে ইয়সুফ এর জৈষ্ঠ কন্যা চৌধুরী নায়াব ইউসুফ। সভায় বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশ নেন।
ঈশান গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাহেদ পারভেজ ডাফরিনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন সদ্যবিলুপ্ত জেলা বিএনপির সহ-সভাপতি মো: আব্দুল লতিফ মিয়া, ঈশান গোপালপুর ইউনিয়নের বিএনপির সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী পঙ্কজ, কোতয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, শহর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ, কোতয়ালী থানা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক লুৎফর রহমান, বিএনপির নেতা আবু মাসুদ চৌধুরী, নাজিমুদ্দিন লেলিন, মহানগর ছাত্রদল সভাপতি শাহরিয়ার শিথীল প্রমুখ।