ফরিদপুরের সদর উপজেলার ১২টি ইউনিয়নের চার হাজার শীতার্ত পরিবারের মাঝে যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মাহবুবুল হাসান পিংকুর ব্যক্তিগত পক্ষ থেকে কম্বল বিতরণের উদ্বোধন করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আবুল কালাম আজাদের সভাপতিত্বে এই কম্বল বিতরন অনুষ্ঠান পরিচালিত হয়। ২৩শে ডিসেম্বর বুধবার বিকেলে সদর উপজেলার ১নং ঈশান গোপালপুর ইউনিয়নের চক ফতেপুর এলাকায় ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মাহবুবুল হাসান পিংকু শীতার্তদের হাতে কম্বল তুলে দেন।অনুষ্ঠান সঞ্চালনা করেন দেলোয়ার হোসেন দিদার। এসময় সেখানে ৩০০ জনের মাঝে বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিদার, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম শেখ, রব মেম্বর, রাজ্জাক শিকদার, রজ্জব মীর, ছালাম ফকির প্রমুখ।
মাহবুবুল হাসান পিংকু এসময় বলেন, সদর উপজেলার শীতার্ত মানুষের মাঝে আজ থেকে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হলো। এই কাজ আমি অনেক আগে থেকেই করে আসছি আর এটা করে আমি অনেক তৃপ্তি পাই আর এটা আমি আল্লাহ যতো করে যেতে তৌফিক দিবেন আমি ফরিদপুরের মানুষের জন্য করে যেতে চাই ।এখন থেকে প্রতিটি দিন অসহায় এসব শীতার্ত মানুষের মাঝে আমার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।