ফরিদপুরে ৯টি উপজেলায় গৃহহীনদের জন্য নির্মাণকৃত ১৪৮০ইট সেমি পাকা ঘর বুঝিয়ে দেয়া হয়েছে গৃহহীনদের মাঝে। এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় গণভবনে আয়োজিত ভিডিও করফারেন্সের মাধ্যমে সারাদেশে ৬৬ হাজার ১শত৮৯টি ঘরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর পরই ফরিদপুর সদর উপজেলার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার সদর উপজেলার গৃহহীনদের মাঝে ঘরের চাবি ও জমির দলিল তুলে দেন্।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: মাসুম রেজার সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে ছিলেন পুলিশ সুপার মো: আলিমুজ্জামান (বিপিএম সেবা), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়, সদর উপজেলা চেয়ারম্যান মো: আব্দুর রাজ্জাক মোল্যা, উপজেলা প্রকৌশলী আজহারুল ইসলাম সহ সরকারী কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ঘরের সুবিধাভোগীরা। একই সাথে জেলার প্রতিটি উপজেলায় বুঝিয়ে দেয়া হয় গৃহহীনদের মাঝে ঘর।
এসময় ঘর পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন গৃহহীন হয়ে থাকা এইসব গৃহহীন মানুষেরা। তারা ঝর পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনারকে ধন্যবাদ জানান।