রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৪ পূর্বাহ্ন
৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ শরৎকাল, ৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
ব্রেকিং নিউজ

ফরিদপুরে চতুর্থ দফায় আরো এক হাজার মাস্ক বিতরণ করেছে রাজেন্দ্র কলেজের ১৯৮২ এর ব্যাচের শিক্ষার্থীরা

মাহবুব পিয়াল
  • Update Time : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩০৩ Time View

‘সকলেই মাস্ক পরি, করোনাকে জয় করি’ এ স্লোগানকে সামনে রেখে ফরিদপুরে চতুর্থবারের মত মাস্ক বিতরণ করেছে সরকারি রাজেন্দ্র কলেজের এইচএসসি ১৯৮২ সালের শিক্ষার্থীরা।

বৃস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর-চরভদ্রাসন সড়কে শহরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এ মাস্ক বিতরণ করা হয়। মোট এক হাজার মাস্ক বিতরণ করা হয়। পথচারী এবং বিভিন্ন যানবাহনে চলাচলকারী ব্যক্তিবর্গ ও চালক যাদের মুখে মাস্ক ছিল না তাদের এ মাস্ক পড়িয়ে দেওয়া হয়। এ নিয়ে চার দফায় সাড়ে তিন হাজার ব্যাক্তির মধ্যে মাস্ক বিতরণ করলো রাজেন্দ্র কলেজের এইচএসসি ১৯৮২ সালের শিক্ষার্থীরা।

এ সময়’৮২ ব্যাচের শিক্ষার্থীদের মধে সরকারি রাজেন্দ কলেজের উপাধাক্ষ্য অধ্যাপক অসীম কুমার সাহা, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি পান্না বালা, স্বাস্থ্য পরিদর্শক অখিল কুমার রায়, চিকিৎসক মিসবাহুল হক ও মৃত্যুঞ্জয় সাহা, জেলা প্রশাসকের কার্যালয়ের কানুনগো এম এ কুদ্দুস, ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আশুতোষ কুমার সাহা, সূর্য সাহা, সূর্য হোমিও রির্চাজের কনসালটেন্ট শ্যামল চন্দ্র দত্ত, এ্যাগ্রো কনসালটেন্ট শ্যামল চন্দ্র দত্ত, এগ্রো কনসালটেন্ট সাজ্জাদ হোসেন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

৮২’ব্যাচের শিক্ষার্থী এবিসি রিয়েলস্টেটের প্রকৌশলী শ্যামল কুমার সাহা জানান, যে মাস্কগুলো বিতরণ করা হয়েছে সেগুলো উন্নতমানের। এগুলি বুয়েটের এলমনাই এ্যাসোসিয়েশনের কাছ থেকে পাওয়া। তিনি বলেন, আগমীতে পর্যায়ক্রমে ফরিদপুরে ৮২ ব্যাচের উদ্যোগে আরও মাস্ক বিতরণ করা হবে।

প্রসঙ্গত গত ৩১ ডিসেম্বর রাজেন্দ্র কলেজের এইচএসসি ১৯৮২ সালের শিক্ষার্থীরা রাজেন্দ্র কলেজের সামনে প্রথম মাস্ক বিতরণ করেন পরবর্তিতে গত ২২শে জানুয়ারী দ্বিতীয় দফা ভাঙ্গা রাস্তার মোড় এলাকায় এবং ৫ ফেব্রুয়ারি নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ মাস্ক বিতরণ করা হয়।

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102