আজ ২৫ নভেম্বর বুধবার ২০২০ খ্রিঃ ফরিদপুর জেলার জেলা প্রশাসক জনাব অতুল সরকারের নির্দেশক্রমে, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ বায়েজিদুর রহমান মহোদয়ের নেতৃত্ত্বে ফরিদপুর জেলার সার্বিক ক্ষেত্রে বিভিন্ন পেশাজিবী জনসাধারনের চলমান আইন লংঘন নিয়ন্ত্রনের লক্ষ্যে বিশেষ করে মুখে মাস্ক পরিধান না করা,খাদ্য ব্যাবসা প্রতিষ্ঠানে যথাযথ বিধিবিধান না মানা ইত্যাদি বিষয়ের উপর মোবাইল কোর্ট পরিচালিত হয়। এই মোবাইল কোর্ট পরিচালনার সময় আইন লঙ্ঘন করার অপরাধে দুইটি ব্যাবসা প্রতিষ্ঠান এবং বেশ কয়েকজন ব্যাক্তিকে দেশের প্রচলিত আইন মোতাবেক তাৎক্ষনিক অর্থ দন্ড আরোপ ও আদায় করা হয় এবং সেই সাথে জেলা প্রশাসক মহোদয়ের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক বিতড়ন করা হয়।


চলমান এই মোবাইল কোর্ট পরিচালনায় প্রসিকিউশন অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন জেলা স্যানিটারী ইন্সপেক্ট ও নিরাপদ খাদ্য পরিদর্শক জনাব মোঃ বজলুর রশীদ খান এবং পেশকার হিসাবে দায়িত্ত পালন করেন জনাব মোঃ আনোয়ার হোসেন। একই সময়ে জেলা পুলিশ প্রশাসনের একটি টিম আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে সার্বিক সহযোগিতা করেন।
পরিশেষে উপস্হিত জনসাধারণকে আশ্বস্হ্য করা হয় যে, জনস্বার্থে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট যথারিতি চলমান থাকবে।