কোভিড ২০১৯ এবং স্বাস্থ্য সুরক্ষা স্লোগানের মধ্যে দিয়ে ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২০ উদ্ভোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক জনাব অতুল সরকার।
ফরিদপুরের জেলা প্রশাসক জনাব অতুল সরকার কম খরচে বেশি সুফলদায়ক প্রযুক্তি উদ্ভাবনের উপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, আমাদের আগামী দিনের চাহিদার কথা স্মরণে রেখে কম খরচে বেশি সুফলদায়ক প্রযুক্তির উদ্ভাবন করতে হবে। আগামী দিনে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে আমাদের প্রযুক্তিরও পরিবর্তন ঘটাতে হবে।
জেলা প্রশাসক আরো বলেন, স্বল্প খরচে অধিক বিদ্যুৎ উৎপাদনের জন্য গবেষণা করতে হবে। সম্পদের ক্ষতি না করে নতুন সম্পদ তৈরি করতে হবে। ফরিদপুর জেলার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জনাব অতুল সরকার বলেন, আমাদের দেশের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে হবে। কমপক্ষে নিজ বসতিস্থানের তথা ফরিদপুর সম্পর্কে জানতে হবে। তিনি আজ রবিবার কোভিড ২০১৯ এবং স্বাস্থ্য সুরক্ষা স্লোগানের মধ্যে দিয়ে ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২০ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান কালে এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক অতুল সরকার বলেন, বাংলাদেশ এখন অতুলনীয়ভাবে এগিয়ে যাচ্ছে। জিডিপি স্ট্যান্ডার্ড একইভাবে এগিয়ে যাচ্ছে। পদ্মাসেতু হয়ে গেছে, আর মাত্র ২ টি স্পেন বাকি আছে। প্রযুক্তির ব্যবহার দিন দিন সাফল্যের সাথে এগিয়ে যাচ্ছে। জেলা প্রশাসক বর্তমানে নভেল করোনার সময়ে সকলকে সচেতন হতে নির্দেশ দেন।
ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। উপজেলা প্রশাসনের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান, ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান আঃ রাজ্জাক মোল্লা, সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহ্ মোঃ সজীব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবা আক্তার। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সৃষ্টি। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মুসলিম কলেজের অধ্যক্ষ আবদুল্লাহ আল মামুন, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবুল বাসার।
প্রতিযোগীতায় ৮টি উচ্চ বিদ্যালয় ও ৫টি কলেজের শিক্ষার্থীদের মধ্যে থেকে ক্ষুদে বিজ্ঞানীরা অংশগ্রহণ করেন।