মাহবুব পিয়াল, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে জিয়া ক্রিকেট টুর্নামেন্টে লাল দল জয়লাভ করেছে। প্রতিযোগিতায় তারা প্রতিপক্ষ সবুজ দলকে ৫ উইকেটের ব্যবধানে পরাজিত করে । প্রথমে ব্যাট করতে নেমে সবুজ দল ৮ উইকেটে ১৬৭ রান সংগ্রহ করে জবাবে ৫ উইকেট হারিয়ে লাল দল ১৬৯ রান সংগ্রহ করে। প্রতিযোগিতায় ম্যান অব দ্যা সিরিজ পুরস্কার পান লাল দলের ইমাম, তিনি ৩৮ বলে ৬৭ রানে পাশাপাশি বল হাতে একটি উইকেট লাভ করেন। খেলা শেষে নেতৃবৃন্দ পুরস্কার বিতরণ করেন। এ প্রতিযোগিতার পরবর্তী পর্ব ঢাকায় অনুষ্ঠিত হবে।
এর আগে শনিবার সকাল ১১টায় ফরিদপুর স্টেডিয়ামে টুর্নামেন্ট শুরু হয়।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাসার সুমন, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওপেনিং ব্যাটসম্যান জাভেদ ওমর বেলিম, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক ও অধিনায়ক বিএনপির ক্রীড়া সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমিনুল হক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল ইসলাম শাহজাদা মিয়া, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু, কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মাহাবুবুল হাসান পিংকু, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সিনিয়র যুগ্ন আহবায়ক আফজাল হোসেন খান পলাশ, সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপনসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ছাত্র জনতার আন্দোলনে নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন , জাতীয় সংগীত পরিবেশন এবং পরে বেলুন ঊড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
এ সময় ফরিদপুর জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।